ETV Bharat / bharat

প্রেমের প্রস্তাবে না, কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা এমবিএ পড়ুয়ার - Acid attack on girl students

Acid Attack on College Student: প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ ৷ গ্রেফতার কেরলের এমবিএ পড়ুয়া যুবক ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের এক সরকারি কলেজে ৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই ছাত্রী ৷ সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ৷

Acid attack
অ্যাসিড হামলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 3:31 PM IST

বেঙ্গালুরু, 4 মার্চ: প্রেমের প্রস্তাবে সাড়া না-দেওয়ায় কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কর্ণাটকের পিইউ সরকারি কলেজে ৷ এই ঘটনার ওই ছাত্রী-সহ তাঁর দুই সহপাঠি আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম অবিন (23) ৷ কেরলের এই যুবক এমবিএ-এর পড়ুয়া ৷ সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিন ছাত্রীই ৷

পুলিশ সূত্রে খবর, কদবা সরকারি কলেজে পরীক্ষা চলছিল ৷ সোমবার ছাত্রীরা পরীক্ষার শুরুর আগে কলেজ চত্বরে বসে পড়াশোনা করছিলেন ৷ সে সময় এক যুবক এসে এক ছাত্রীর উপর অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ ৷ ঘটনায় ওই ছাত্রী গুরুতর জখম হন ৷ তাঁর পাশে বসে থাকা আরও দু'জন ছাত্রীও সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কলেজ ছাত্রের বেশে এসেছিলেন ৷ তাঁর মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল । পুলিশ আধিকারিক জানিয়েছেন, ছাত্রী ও অভিযুক্ত একই সম্প্রদায়ের ।

দক্ষিণ কন্নড়ের পুলিশ সুপার রিশ্যন্ত সিবি এই ঘটনা সম্পর্কে বলেন, "কাদাবা সরকারি প্রি-গ্র্যাজুয়েট কলেজে এই ঘটনা ঘটেছে ৷ এক যুবক কলেজ চত্বরে এক মহিলা ছাত্রীর উপর অ্যাসিড হামলা করেছে। ঘটনার সময় ছাত্রীর পাশে বসে থাকা আরও দুই পড়ুয়া গায়ে অ্যাসিডে পড়ে ৷ তাঁরাও সামান্য আহত হন । অভিযুক্ত অবিনকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । অভিযুক্ত ও নির্যাতিতা ছাত্রী একই সম্প্রদায়ের । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রেমে ব্যর্থতার জেরেই এই কাজ করেছে অভিযুক্ত । একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিয়ের 2 সপ্তাহ আগে অ্যাসিড হামলার শিকার যুবতী, বাইক আরোহী যুবকের খোঁজে পুলিশ
  2. বেড়াতে গিয়ে স্ত্রীর উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী গ্রেফতার
  3. প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের

বেঙ্গালুরু, 4 মার্চ: প্রেমের প্রস্তাবে সাড়া না-দেওয়ায় কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কর্ণাটকের পিইউ সরকারি কলেজে ৷ এই ঘটনার ওই ছাত্রী-সহ তাঁর দুই সহপাঠি আহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম অবিন (23) ৷ কেরলের এই যুবক এমবিএ-এর পড়ুয়া ৷ সরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিন ছাত্রীই ৷

পুলিশ সূত্রে খবর, কদবা সরকারি কলেজে পরীক্ষা চলছিল ৷ সোমবার ছাত্রীরা পরীক্ষার শুরুর আগে কলেজ চত্বরে বসে পড়াশোনা করছিলেন ৷ সে সময় এক যুবক এসে এক ছাত্রীর উপর অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ ৷ ঘটনায় ওই ছাত্রী গুরুতর জখম হন ৷ তাঁর পাশে বসে থাকা আরও দু'জন ছাত্রীও সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কলেজ ছাত্রের বেশে এসেছিলেন ৷ তাঁর মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল । পুলিশ আধিকারিক জানিয়েছেন, ছাত্রী ও অভিযুক্ত একই সম্প্রদায়ের ।

দক্ষিণ কন্নড়ের পুলিশ সুপার রিশ্যন্ত সিবি এই ঘটনা সম্পর্কে বলেন, "কাদাবা সরকারি প্রি-গ্র্যাজুয়েট কলেজে এই ঘটনা ঘটেছে ৷ এক যুবক কলেজ চত্বরে এক মহিলা ছাত্রীর উপর অ্যাসিড হামলা করেছে। ঘটনার সময় ছাত্রীর পাশে বসে থাকা আরও দুই পড়ুয়া গায়ে অ্যাসিডে পড়ে ৷ তাঁরাও সামান্য আহত হন । অভিযুক্ত অবিনকে ইতিমধ্যেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । অভিযুক্ত ও নির্যাতিতা ছাত্রী একই সম্প্রদায়ের । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রেমে ব্যর্থতার জেরেই এই কাজ করেছে অভিযুক্ত । একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. বিয়ের 2 সপ্তাহ আগে অ্যাসিড হামলার শিকার যুবতী, বাইক আরোহী যুবকের খোঁজে পুলিশ
  2. বেড়াতে গিয়ে স্ত্রীর উপর অ্যাসিড হামলা, অভিযুক্ত স্বামী গ্রেফতার
  3. প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.