ETV Bharat / bharat

আপের 'ঘেরাও' কর্মসূচি, প্রধানমন্ত্রীর বাসভবনে 144 ধারা - Arvind Kejriwal Arrest - ARVIND KEJRIWAL ARREST

Arvind Kejriwal's Arrest: আম আদমি পার্টি মঙ্গলবার তাদের নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও ৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসবভনে 144 ধারা জারি করেছে পুলিশ ৷

AAP Gherao
আপের 'ঘেরাও' কর্মসূচি ঘিরে ধুন্ধুমার!
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 10:48 AM IST

Updated : Mar 26, 2024, 12:12 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মন্ত্রী গোপাল রাই। এদিন এক আপ কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ ঘোরাও কর্মসূচি ঘোষণার পরে দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করেছে।

প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে 'ঘেরাও'-এর সময় আপ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। পঞ্জাবের মন্ত্রী হরজোত সিং এবং বেশ কয়েকজন আপ কর্মীকে আটক করা হয়েছে৷

AAP Gherao
বেশ কয়েকজন আপ কর্মীকে আটক করা হয়েছে৷

দেশের রাজধানীর অন্যান্য অংশেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভের কারণে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির বেশ কিছু অংশে যান চলাচল প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টির এই ঘোরাও কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো​ করা হয়েছে। আমরা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তার একাধিক স্তর তৈরি করেছি। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ইতিমধ্যে 144 ধারা (সিআরপিসি) জারি করা হয়েছে এবং কাউকে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না।"

AAP Gherao
প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে আপ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

গোপাল রাই বলেন, "শনিবার সকাল 10টায়, সমস্ত আপ বিধায়ক, কাউন্সিলর, অফিস-আধিকারিক, ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা গণতন্ত্র বাঁচানোর শপথ নেব। আমরা শনিবার, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবসে শহীদী পার্কে একত্রিত হব।" কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আগেও প্রধানমন্ত্রীর বাসভবন 'ঘেরাও' কর্মসূচির ঘোষণা করেছিল আপ। তিনি আরও জানান, দেশব্যাপী 'মেগা প্রটেস্ট' অনুষ্ঠিত হবে। কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) 21 মার্চ আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে ৷ যদিও ওই আবগারি নীতিটি এখন বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত তিনি ইডি হেফাজতে রয়েছেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, AAP জাতীয় আহ্বায়কের বিরুদ্ধে সুবিধার বিনিময়ে মদ ব্যবসায়ীদের কাছ থেকে কিকব্যাক (টাকা) চাওয়ার অভিযোগ রয়েছে।

আপ নেতা, মন্ত্রী এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে কেজরিওয়ালকে আবগারি নীতির 'কিংপিন ও মূল ষড়যন্ত্রকারী' হিসেবে অভিযুক্ত করেছে ইডি। কেজরিওয়াল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বলেও অভিযোগ কেজরির। এ সবের মধ্যেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলের জন্য সাতটি ডাইভারশন পয়েন্টের ব্যবস্থা করেছে। দিল্লির এক ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, "বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যাত্রীদের কামাল আতাতুর্ক মার্গ, সাফদারজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে চলতে হবে ৷"

আরও পড়ুন:

কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল 'ইন্ডিয়া' জোটের

'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

আবগারী দুর্নীতিতে গ্রেফতার করা হোক নাড্ডাকে, মোদি-ইডিকে চ্যালেঞ্জ আপের

নয়াদিল্লি, 26 মার্চ: আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিল্লির মন্ত্রী গোপাল রাই। এদিন এক আপ কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আপ ঘোরাও কর্মসূচি ঘোষণার পরে দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে নিরাপত্তা আরও জোরদার করেছে।

প্রধানমন্ত্রী মোদির বাসভবনের সামনে প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে 'ঘেরাও'-এর সময় আপ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। পঞ্জাবের মন্ত্রী হরজোত সিং এবং বেশ কয়েকজন আপ কর্মীকে আটক করা হয়েছে৷

AAP Gherao
বেশ কয়েকজন আপ কর্মীকে আটক করা হয়েছে৷

দেশের রাজধানীর অন্যান্য অংশেও পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিক্ষোভের কারণে নয়াদিল্লি এবং মধ্য দিল্লির বেশ কিছু অংশে যান চলাচল প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আম আদমি পার্টির এই ঘোরাও কর্মসূচির বিষয়ে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো​ করা হয়েছে। আমরা এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিরাপত্তার একাধিক স্তর তৈরি করেছি। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ইতিমধ্যে 144 ধারা (সিআরপিসি) জারি করা হয়েছে এবং কাউকে প্রতিবাদ করার অনুমতি দেওয়া হবে না।"

AAP Gherao
প্যাটেল চক মেট্রো স্টেশনের বাইরে আপ বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।

গোপাল রাই বলেন, "শনিবার সকাল 10টায়, সমস্ত আপ বিধায়ক, কাউন্সিলর, অফিস-আধিকারিক, ইন্ডিয়া ব্লকের প্রতিনিধিরা গণতন্ত্র বাঁচানোর শপথ নেব। আমরা শনিবার, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের শহীদ দিবসে শহীদী পার্কে একত্রিত হব।" কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে আগেও প্রধানমন্ত্রীর বাসভবন 'ঘেরাও' কর্মসূচির ঘোষণা করেছিল আপ। তিনি আরও জানান, দেশব্যাপী 'মেগা প্রটেস্ট' অনুষ্ঠিত হবে। কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) 21 মার্চ আবগারি নীতির সঙ্গে যুক্ত মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে ৷ যদিও ওই আবগারি নীতিটি এখন বাতিল করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত তিনি ইডি হেফাজতে রয়েছেন ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, AAP জাতীয় আহ্বায়কের বিরুদ্ধে সুবিধার বিনিময়ে মদ ব্যবসায়ীদের কাছ থেকে কিকব্যাক (টাকা) চাওয়ার অভিযোগ রয়েছে।

আপ নেতা, মন্ত্রী এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে কেজরিওয়ালকে আবগারি নীতির 'কিংপিন ও মূল ষড়যন্ত্রকারী' হিসেবে অভিযুক্ত করেছে ইডি। কেজরিওয়াল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে বলেও অভিযোগ কেজরির। এ সবের মধ্যেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলের জন্য সাতটি ডাইভারশন পয়েন্টের ব্যবস্থা করেছে। দিল্লির এক ট্রাফিক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, "বিক্ষোভের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যাত্রীদের কামাল আতাতুর্ক মার্গ, সাফদারজং রোড, আকবর রোড এবং তিন মূর্তি মার্গ এড়িয়ে চলতে হবে ৷"

আরও পড়ুন:

কেজরির গ্রেফতারির প্রতিবাদ, 31 মার্চ দিল্লিতে মহামিছিল 'ইন্ডিয়া' জোটের

'দিল্লিতে জলের সমস্যা, আমি উদ্বিগ্ন', ইডি হেফাজতে প্রথম নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

আবগারী দুর্নীতিতে গ্রেফতার করা হোক নাড্ডাকে, মোদি-ইডিকে চ্যালেঞ্জ আপের

Last Updated : Mar 26, 2024, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.