ETV Bharat / bharat

'বাঘকে বেশিদিন বন্দি করা যায় না', সঞ্জয় সিংয়ের জামিনে লোকসভার আগে চাঙ্গা আপ - Sanjay Singh gets Bail

Sanjay Singh gets Bail: দিল্লির আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে জামিন দিল সুপ্রিম কোর্ট । এই রায়ের পর কেন্দ্রের বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন আম আদমি পার্টির নেতারা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 5:32 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-কে সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় ভোটের আগে চাঙ্গা আম আদমি পার্টি ৷ কেন্দ্র ইডিকে ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে মিথ্যে মামলা এনেছে বলে অভিযোগ করে আপ বলেছে, এ দিনের 'সুপ্রিম' রায়ে সত্যের জয় হয়েছে ৷ আর পরাজিত হয়েছে বিজেপি ৷ এ দিকে, সঞ্জয় সিংয়ের মুক্তিতে বাঁধ ভাঙল তাঁর মায়ের চোখের জল ৷

মঙ্গলবার দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং পিবি ভারালের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে । গত বছর 4 অক্টোবর সঞ্জয় সিং-কে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল । দীর্ঘ সময় পর লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি জামিন পাওয়ায়, এই নিয়ে বিজেপিকে বিঁধেছেন আম আদমি পার্টির নেতারা ৷

আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী বলেন, বিজেপি বুঝতে পেরেছে যে তারা ইডির অপব্যবহার করছে । সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিজেপি ইডিকে অপব্যবহার করছে । সঞ্জয় সিং, মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন বা অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা মামলায় জেলবন্দি করা হয়েছে । আজ সত্যের জয় হয়েছে আর বিজেপি হেরেছে ।

লোকসভা নির্বাচনের মুখে দলের অন্যতম শীর্ষ নেতার জামিনে মুক্তি অক্সিজেন জোগাচ্ছে আপ শিবিরে ৷ সোমনাথ আবরতী আরও বলেন, সঞ্জয় সিং জামিন পেয়েছেন ৷ এখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন । সঞ্জয় সিং-এর জামিনে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল বলেছেন যে, বাঘকে বেশিদিন বন্দি করা যাবে না ।

এ দিকে সঞ্জয় সিংয়ের মুক্তির পর তাঁর মা রাধিকা সিং বলেন, "শুধুমাত্র আমার হৃদয়ই জানে আমি কতটা খুশি । আমার নির্দোষ ছেলেকে গ্রেফতার করার সময় আমি খুবই কষ্টে ছিলাম ৷ এটা আনন্দের অশ্রু । আমার ছেলে জেলে অনেক কষ্টে ছিল ।"

আরও পড়ুন:

  1. ঠিক করে ঘুম হয়নি, অস্থিরতার মধ্যেই তিহাড়ে রাত কাটাল কেজরির
  2. আবগারি দুর্নীতিতে সুপ্রিম কোর্টে জামিন সঞ্জয় সিংয়ের, ছ'মাস জেলবন্দি থাকার পর স্বস্তি
  3. বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব, এড়ালে ইডির হাতে গ্রেফতার! দাবি অতিশির

নয়াদিল্লি, 2 এপ্রিল: আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-কে সুপ্রিম কোর্ট জামিন দেওয়ায় ভোটের আগে চাঙ্গা আম আদমি পার্টি ৷ কেন্দ্র ইডিকে ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়াদের বিরুদ্ধে মিথ্যে মামলা এনেছে বলে অভিযোগ করে আপ বলেছে, এ দিনের 'সুপ্রিম' রায়ে সত্যের জয় হয়েছে ৷ আর পরাজিত হয়েছে বিজেপি ৷ এ দিকে, সঞ্জয় সিংয়ের মুক্তিতে বাঁধ ভাঙল তাঁর মায়ের চোখের জল ৷

মঙ্গলবার দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ধৃত আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং পিবি ভারালের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে । গত বছর 4 অক্টোবর সঞ্জয় সিং-কে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল । দীর্ঘ সময় পর লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি জামিন পাওয়ায়, এই নিয়ে বিজেপিকে বিঁধেছেন আম আদমি পার্টির নেতারা ৷

আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী বলেন, বিজেপি বুঝতে পেরেছে যে তারা ইডির অপব্যবহার করছে । সম্পূর্ণ রাজনৈতিক কারণে বিজেপি ইডিকে অপব্যবহার করছে । সঞ্জয় সিং, মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন বা অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা মামলায় জেলবন্দি করা হয়েছে । আজ সত্যের জয় হয়েছে আর বিজেপি হেরেছে ।

লোকসভা নির্বাচনের মুখে দলের অন্যতম শীর্ষ নেতার জামিনে মুক্তি অক্সিজেন জোগাচ্ছে আপ শিবিরে ৷ সোমনাথ আবরতী আরও বলেন, সঞ্জয় সিং জামিন পেয়েছেন ৷ এখন তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন । সঞ্জয় সিং-এর জামিনে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল বলেছেন যে, বাঘকে বেশিদিন বন্দি করা যাবে না ।

এ দিকে সঞ্জয় সিংয়ের মুক্তির পর তাঁর মা রাধিকা সিং বলেন, "শুধুমাত্র আমার হৃদয়ই জানে আমি কতটা খুশি । আমার নির্দোষ ছেলেকে গ্রেফতার করার সময় আমি খুবই কষ্টে ছিলাম ৷ এটা আনন্দের অশ্রু । আমার ছেলে জেলে অনেক কষ্টে ছিল ।"

আরও পড়ুন:

  1. ঠিক করে ঘুম হয়নি, অস্থিরতার মধ্যেই তিহাড়ে রাত কাটাল কেজরির
  2. আবগারি দুর্নীতিতে সুপ্রিম কোর্টে জামিন সঞ্জয় সিংয়ের, ছ'মাস জেলবন্দি থাকার পর স্বস্তি
  3. বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব, এড়ালে ইডির হাতে গ্রেফতার! দাবি অতিশির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.