জানজগির চম্পা, 5 জুলাই: ভয়াবহ ঘটনা ছত্তিশগড়ের জানজগির চম্পায় ৷ গ্রামের পুরনো কুয়োয় পড়ে শ্বাসরোধে মৃত্যু 5 জনের ৷ কুয়োয় থাকা বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শুক্রবার সকালে কিকিরদা গ্রামে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে এসডিআরএফ ৷ এখনও পর্যন্ত তিনটি দেহ উদ্ধার হয়েছে ৷
দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে রয়েছে পুরনো কুয়োটি ৷ বহু দিন আগে ওই কুয়োর জল ব্যবহার করা হলেও, এখন আর তা হয় না ৷ দুর্ঘটনা এড়াতে পুরনো কাঠের পাটাতন দিয়ে কুয়োর মুখটি ঢেকে দিয়েছিল এলাকাবাসীরা ৷ গত কয়েকদিন ধরে এলাকায় বৃষ্টি ও প্রবল ঝড়ের কারণে কুয়োর উপরের কাঠের ছাদ ভিতরে পড়ে যায় ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, কাঠের সেই টুকরোটি সরাতে কুয়োর ভিতরে যান গ্রামের এক ব্যক্তি ৷ কিন্তু সেখানে জ্ঞান হারান তিনি ৷ ঘটনাটি চোখে পড়তেই সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন তাঁর পরিবারের লোকজন ৷ এরপর ওই ব্যক্তিকে বাঁচাতে কুয়োর জলে একে একে ঝাঁপ দেন একই পরিবারের আরও 4 জন ৷ কিন্তু কেউই জল থেকে উঠে না আসায় স্থানীয়রা পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিররা থানার পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গে বিলাসপুর রেঞ্জ পুলিশের ইন্সপেক্টর জেনারেল সঞ্জীব শুক্লা বলেন, "মৃতদের নাম রামচন্দ্র জয়েসওয়াল, রমেশ প্যাটেল, রাজেন্দ্র প্যাটেল, জীতেন্দ্র প্যাটেল এবং টিকেশ্বর চন্দ্র ৷ প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কুয়োর ভিতর কোনও বিষাক্ত গ্য়াসে তাঁদের মৃত্যু হয়েছে ৷" দেহগুলি উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এসডিআরএফ) ৷