ETV Bharat / bharat

ই-রিকশার সঙ্গে দুই গাড়ির সংঘর্ষ, একই পরিবারের 5 জনের মৃত্যু - Horrific accident in Barambaki - HORRIFIC ACCIDENT IN BARAMBAKI

Barabanki Accident: বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ ঘটনায় একই পরিবারের 5 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে এক নাবালিকাও রয়েছে ৷

Barabanki Accident
বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 12:24 PM IST

বারাবাঁকি, 6 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দু'টি গাড়ি সঙ্গে একটি ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে এক নাবালিকা রয়েছে ৷ ঘটনায় আহত আরও 3 জন ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কুরসি-মাহমুদাবাদ সড়কে ৷

পুলিশ সূত্রে খবর, বদ্দুপুর থানা এলাকার এনাইতাপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ফতেপুর থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির একটি গাড়ি ৷ গাড়িটি প্রথমে ই-রিকশাকে ধাক্কা দেয় । এরপর সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে ৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় ওই গাড়ি ৷ ই-রিকশায় ছিলেন একই পরিবারের 8 জন ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সকলে ৷

দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা ৷ সেখানেই মৃত্যু হয় 2 জনের ৷ বাকি 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন 3 জনের মৃত্যু হয় ৷ মৃতরা সকলেই বারাবাঁকির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানান, মৃতরা সকলেই কুরসি থানা এলাকার উমরার বাসিন্দা ৷ সীতাপুরে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন তাঁরা ৷ মৃতদের মধ্যে 8 বছরের এক নাবালিকাও রয়েছেন ৷

গাড়ির মধ্যে বসে থাকা আরোহীদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন মাত্রই এসডিআরএফ-এর দলকে ডাকা হয় ৷ তারা এসে পুকুরে পড়ে যাওয়া গাড়িটিকে জল থেকে তুলে নিয়ে আসে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

বারাবাঁকি, 6 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দু'টি গাড়ি সঙ্গে একটি ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্যে এক নাবালিকা রয়েছে ৷ ঘটনায় আহত আরও 3 জন ৷ বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কুরসি-মাহমুদাবাদ সড়কে ৷

পুলিশ সূত্রে খবর, বদ্দুপুর থানা এলাকার এনাইতাপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ফতেপুর থেকে লখনউয়ের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির একটি গাড়ি ৷ গাড়িটি প্রথমে ই-রিকশাকে ধাক্কা দেয় । এরপর সামনে থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে তার ধাক্কা লাগে ৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় ওই গাড়ি ৷ ই-রিকশায় ছিলেন একই পরিবারের 8 জন ৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সকলে ৷

দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পুলিশকর্মীরা ৷ সেখানেই মৃত্যু হয় 2 জনের ৷ বাকি 6 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন 3 জনের মৃত্যু হয় ৷ মৃতরা সকলেই বারাবাঁকির বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানান, মৃতরা সকলেই কুরসি থানা এলাকার উমরার বাসিন্দা ৷ সীতাপুরে এক আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন তাঁরা ৷ মৃতদের মধ্যে 8 বছরের এক নাবালিকাও রয়েছেন ৷

গাড়ির মধ্যে বসে থাকা আরোহীদের মধ্যে 3 জন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁরা প্রত্যেকেই বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন মাত্রই এসডিআরএফ-এর দলকে ডাকা হয় ৷ তারা এসে পুকুরে পড়ে যাওয়া গাড়িটিকে জল থেকে তুলে নিয়ে আসে ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.