ETV Bharat / bharat

পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনা ! একই পরিবারের 5 জনের মৃত্যু - HATHRAS ROAD ACCIDENT

দীপাবলি উপলক্ষে বেলনওয়ালি দেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পরিবারের সকলে ৷ ফেরার পথে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের ৷

HATHRAS ROAD ACCIDENT
গাড়ি উল্টে মৃত্য একই পরিবারের 5 জনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2024, 5:28 PM IST

হাথরস, 2 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! জাতীয় সড়কের উপর গাড়ি উল্টে মৃত্য়ু একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্য়ে 3 জন শিশু রয়েছে ৷ আহত 3 জন ৷ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস এলাকায় ৷

8 জন যাত্রী নিয়ে বুলন্দশহর থেকে আগ্রার দিকে যাচ্ছিল গাড়িটি ৷ জাতীয় সড়কের উপর একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে উল্টে যায় সেটি ৷ গাড়ির তলায় চাপা পড়ে যান যাত্রীরা ৷ এলাকাবাসীরা স্থানীয় পুলিশে খবর দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় তারা ৷ এরপর স্থানীয়দের সাহায্যে গাড়ির নীচে চাপা পড়ে যাওয়া আহতদের উদ্ধার করে পুলিশ ৷

হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার সিং জানান, ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে ৷ তারা সকলেই আগ্রার বাসিন্দা ৷ মৃতদের মধ্যে 3 জন শিশুও রয়েছে বলে জানান তিনি ৷ গুরুতর আহত হন 3 জন ৷

পুলিশের তধ্য অনুযায়ী মৃতরা হলেন গৌরাঙ্গ আগরওয়াল (10), নিতাই আগরওয়াল (5), চেতান আগরওয়াল (1), সোনম আগরওয়াল (40) এবং রুবি আগরওয়াল (38) ৷ আহতরা হলেন সৌরভ আগরওয়াল (40), ধন্বী আগরওয়াল (14) এবং অনুজ আগরওয়াল (42) ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আগ্রায় পাঠানো হয় ৷

কর্মসূত্রে নয়ডার সেক্টার 66-এ পরিবার নিয়ে বসবাস করেন মৃত অনুজ আগরওয়ালের ছোট ভাই সৌরভ আগরওয়াল ৷ পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য কয়েকদিন আগে আগ্রায় ফেরেন তিনি ৷ এদিন দুর্ঘটনার সময় দাদার পাশেই বসেছিলেন সৌরভ ৷ খানিক সুস্থ হয়ে ওঠার পর দুর্ঘটনার স্মৃতিচারণ করেন তিনি ৷

সৌরভ জানান, সিকান্দ্রা-বোদলা সড়কের উপর একটি হার্ডওয়ারের দোকান চালাতেন তাঁর দাদা ৷ দীপাবলি উপলক্ষে সপরিবারে গঙ্গাস্নান সেরে বেলনওয়ালি দেবীর মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুক্রবার সেই কারণে বুলন্দশহর যান সকলে ৷ ফেরার পথে জাতীয় সড়কের একটি গর্তের মধ্যে পড়ে যায় গাড়ির চাকা ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডরে ধাক্কা মেড়ে উল্টে যায় গাড়িটি ৷ শুক্রবার রাতেই সকলের একসঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷

পড়ুন: যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ! ওড়িশার সুন্দরগড়ে মৃত 6, আহত 5

হাথরস, 2 নভেম্বর: ভয়াবহ দুর্ঘটনা ! জাতীয় সড়কের উপর গাড়ি উল্টে মৃত্য়ু একই পরিবারের 5 জনের ৷ মৃতদের মধ্য়ে 3 জন শিশু রয়েছে ৷ আহত 3 জন ৷ শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের হাথরস এলাকায় ৷

8 জন যাত্রী নিয়ে বুলন্দশহর থেকে আগ্রার দিকে যাচ্ছিল গাড়িটি ৷ জাতীয় সড়কের উপর একটি গর্তের মধ্যে পড়ে গিয়ে উল্টে যায় সেটি ৷ গাড়ির তলায় চাপা পড়ে যান যাত্রীরা ৷ এলাকাবাসীরা স্থানীয় পুলিশে খবর দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় তারা ৷ এরপর স্থানীয়দের সাহায্যে গাড়ির নীচে চাপা পড়ে যাওয়া আহতদের উদ্ধার করে পুলিশ ৷

হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার সিং জানান, ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে ৷ তারা সকলেই আগ্রার বাসিন্দা ৷ মৃতদের মধ্যে 3 জন শিশুও রয়েছে বলে জানান তিনি ৷ গুরুতর আহত হন 3 জন ৷

পুলিশের তধ্য অনুযায়ী মৃতরা হলেন গৌরাঙ্গ আগরওয়াল (10), নিতাই আগরওয়াল (5), চেতান আগরওয়াল (1), সোনম আগরওয়াল (40) এবং রুবি আগরওয়াল (38) ৷ আহতরা হলেন সৌরভ আগরওয়াল (40), ধন্বী আগরওয়াল (14) এবং অনুজ আগরওয়াল (42) ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আগ্রায় পাঠানো হয় ৷

কর্মসূত্রে নয়ডার সেক্টার 66-এ পরিবার নিয়ে বসবাস করেন মৃত অনুজ আগরওয়ালের ছোট ভাই সৌরভ আগরওয়াল ৷ পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপনের জন্য কয়েকদিন আগে আগ্রায় ফেরেন তিনি ৷ এদিন দুর্ঘটনার সময় দাদার পাশেই বসেছিলেন সৌরভ ৷ খানিক সুস্থ হয়ে ওঠার পর দুর্ঘটনার স্মৃতিচারণ করেন তিনি ৷

সৌরভ জানান, সিকান্দ্রা-বোদলা সড়কের উপর একটি হার্ডওয়ারের দোকান চালাতেন তাঁর দাদা ৷ দীপাবলি উপলক্ষে সপরিবারে গঙ্গাস্নান সেরে বেলনওয়ালি দেবীর মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ শুক্রবার সেই কারণে বুলন্দশহর যান সকলে ৷ ফেরার পথে জাতীয় সড়কের একটি গর্তের মধ্যে পড়ে যায় গাড়ির চাকা ৷ সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ডিভাইডরে ধাক্কা মেড়ে উল্টে যায় গাড়িটি ৷ শুক্রবার রাতেই সকলের একসঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷

পড়ুন: যাত্রীবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ! ওড়িশার সুন্দরগড়ে মৃত 6, আহত 5
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.