দেওরিয়া (উত্তরপ্রদেশ), 30 মার্চ: সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণে পরিবারের চার জনের মৃত্যু হয়েছে ৷ ঝলসে মৃত্যু হয়েছে তিন শিশুর ৷ ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
দেওরিয়ার বারহাজ এলাকার ভালুয়ানি নগর পঞ্চায়েতের ডুমরি ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর পাঁচটার দিকে চা বানানোর সময়ই গ্যাস সিলিন্ডারে আগুন লাগে ৷ যার জেরে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। আর সিলিন্ডার ফেটেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয়রাই বিস্ফোরণের খবর পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের ঊর্ধ্বতন আধিকারীকরা ৷ একই সঙ্গে, পুলিশ আধিকারিকরা বিস্ফোরণস্থল পরিদর্শনও করেন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের জেরে ঘটনাস্থলেই একই পরিবারের চার জনের মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গিয়েছে, ডুমরি গ্রামের বাসিন্দা শিবশঙ্কর গুপ্ত পেশায় পাউরুটি বিক্রেতা ৷ সকালে দোকানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এই সময়ই স্ত্রী আরতি দেবী চা বানাতে গিয়েছিলেন ৷ চা বানানোর সময়ই গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায় ৷ এরপরই হঠাৎ সিলিন্ডার ফেটে যায়। এতে ঘটনাস্থলেই শিবশঙ্কর গুপ্তের স্ত্রী আরতি দেবী (42), মেয়ে আঁচল (14), সৃষ্টি (11 মাস), ছেলে কুন্দন (12)-এর মর্মান্তিক মৃত্যু হয় ৷ খবর পেয়ে ইন্সপেক্টর অর্চনা সিং ও তাঁর বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরে জেলাশাসক অখন্দ প্রতাপ সিং, পুলিশ সুপার সংকল্প শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার ভীম কুমার গৌতম, অতিরিক্ত জেলাশাসক দিশা শ্রীবাস্তব, সিও আদিত্য কুমার গৌতম প্রমুখরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক দলও। এত বড় দুর্ঘটনার খবর পেয়ে ভিড় জমে যায়।
জেলাশাসক অখন্দ প্রতাপ সিং জানিয়েছেন, এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনিক স্তরে সাহায্য করা হবে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন