ETV Bharat / bharat

কিশতওয়ারের জবাব ! বারামুল্লায় সেনার গুলিতে খতম 3 জঙ্গি - ARMY TERRORIST GUNFIGHT - ARMY TERRORIST GUNFIGHT

Encounter Breaks Out at Baramulla: বারামুল্লার ক্রীরি এলাকায় সেনা-জঙ্গির গুলির লড়াই ৷ দীর্ঘ এনকাউন্টারে নিকেশ 3 জঙ্গি ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা ৷

Encounter Breaks Out at Baramulla
বারামুল্লায় খতম 3 জঙ্গি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 2:51 PM IST

Updated : Sep 14, 2024, 4:09 PM IST

শ্রীনগর, 14 সেপ্টেম্বর: কিশতওয়ারের এনকাউন্টারের জবাব ! উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বারামুল্লার ক্রীরি এলাকায় এখনও চলছে গুলির লড়াই ৷ যদিও মৃত জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ক্রীরি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনার 29 রাষ্ট্রীয় রাইফেলস্, সেন্ট্রাল রিসার্ভ ফোর্স ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা ৷ চিরুনি তল্লাশি চালানো হয় ৷ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ পালটা আক্রমণ করেন জওয়ানরাও ৷

প্রাণে বাঁচার জন্য এনাকাউন্টার চলাকালীন এলাকায় অবস্থিত একটি স্কুলে ঢুকে পড়ে জঙ্গিরা ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি ৷ প্রাথমিক পর্যায়ে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয় ৷ পরে তল্লাশি চালিয়ে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার করেন জওয়ানরা ৷ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷

উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও কিশতওয়ারের নাইদঘাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা আক্রমণ করেন জওয়ানরাও ৷ জঙ্গিদের গুলিতে শহিদ হন দুই জওয়ান ৷ তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান ৷

শহিদ জওয়ানরা হলেন, নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সেপাহী অরবিন্দ সিং ৷ তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস্ ৷ এক সেনা কর্তা জানিয়েছেন, এক জওয়ানের মৃত্যু হয়েছে স্প্লিন্টারের আঘাতে ৷ অপর জওয়ান শহিদ হয়েছেন গ্রেনেড বিস্ফোরণ এবং মাথায় বুলেটের আঘাতে ৷

প্রসঙ্গত, আগামী 18 সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব ৷ ফল ঘোষণা 8 অক্টোবর ৷ ভোটের আগে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ফের বেড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ তবে নাশকতা রুখতে উঠে পড়ে লেগেছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ এই আবহে শনিবার নির্বাচনী প্রচারে উপত্যকায় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সপ্তাহখানেক আগে জম্মু ও কাশ্মীরে প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

শ্রীনগর, 14 সেপ্টেম্বর: কিশতওয়ারের এনকাউন্টারের জবাব ! উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, বারামুল্লার ক্রীরি এলাকায় এখনও চলছে গুলির লড়াই ৷ যদিও মৃত জঙ্গিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে ক্রীরি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনার 29 রাষ্ট্রীয় রাইফেলস্, সেন্ট্রাল রিসার্ভ ফোর্স ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় এলাকা ৷ চিরুনি তল্লাশি চালানো হয় ৷ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ পালটা আক্রমণ করেন জওয়ানরাও ৷

প্রাণে বাঁচার জন্য এনাকাউন্টার চলাকালীন এলাকায় অবস্থিত একটি স্কুলে ঢুকে পড়ে জঙ্গিরা ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি ৷ প্রাথমিক পর্যায়ে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয় ৷ পরে তল্লাশি চালিয়ে আরও দুই জঙ্গির দেহ উদ্ধার করেন জওয়ানরা ৷ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে ৷

উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ ও কিশতওয়ারের নাইদঘাম গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পালটা আক্রমণ করেন জওয়ানরাও ৷ জঙ্গিদের গুলিতে শহিদ হন দুই জওয়ান ৷ তাঁদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) রয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান ৷

শহিদ জওয়ানরা হলেন, নায়েব সুবেদার বিপন কুমার এবং জেসিও সেপাহী অরবিন্দ সিং ৷ তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে ভারতীয় সেনার হোয়াইট নাইট কর্পস্ ৷ এক সেনা কর্তা জানিয়েছেন, এক জওয়ানের মৃত্যু হয়েছে স্প্লিন্টারের আঘাতে ৷ অপর জওয়ান শহিদ হয়েছেন গ্রেনেড বিস্ফোরণ এবং মাথায় বুলেটের আঘাতে ৷

প্রসঙ্গত, আগামী 18 সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব ৷ ফল ঘোষণা 8 অক্টোবর ৷ ভোটের আগে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ ফের বেড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ তবে নাশকতা রুখতে উঠে পড়ে লেগেছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ৷ এই আবহে শনিবার নির্বাচনী প্রচারে উপত্যকায় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সপ্তাহখানেক আগে জম্মু ও কাশ্মীরে প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

Last Updated : Sep 14, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.