ETV Bharat / bharat

আরব সাগরে ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার, নিখোঁজ 3 - Indian Coast Guard Chopper Crash - INDIAN COAST GUARD CHOPPER CRASH

Indian Coast Guard Chopper Crashes into Arabian Sea: গুজরাতের পোরবন্দর উপকূল থেকে প্রায় 45 কিলোমিটার ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ৷ এক সদস্যকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 3 ক্রু সদস্য ৷

Indian Coast Guard Chopper Crashes into Arabian Sea
ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 2:20 PM IST

আমেদাবাদ, 3 সেপ্টেম্বর: আরব সাগরে উদ্ধার কাজে গিয়ে দুর্ঘটনার মুখে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, উপকূলরক্ষী বাহিনীর (ভারতীয় কোস্ট গার্ড) ওই হেলিকপ্টারটি সোমবার রাতে গুজরাত উপকূলের কাছে আরব সাগরে ভেঙে পড়ে ৷ তারপর থেকে নিখোঁজ হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্য ৷

কী হয়েছে ?

ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) গুজরাতের পোরবন্দর উপকূল থেকে প্রায় 45 কিলোমিটার দূরে মোটর ট্যাঙ্কার হরি লীলা থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করার জন্য গিয়েছিল । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি হার্ড ল্যান্ডিং করে ৷ সে সময়েই সেটি আরব সাগরে ভেঙে পড়ে ।

এক্স পোস্টে একটি বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে ৷ বাকি 3 জনের সন্ধান চলছে । হেলিকপ্টারটি গুজরাতের পোরবন্দর থেকে ট্যাঙ্কারে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করার জন্য গিয়েছিল ৷ ওই মোটর ট্যাঙ্কার থেকে পাঠানো জরুরি অনুরোধের পরে রাত 11টা নাগাদ ওই হেলিকপ্টারটি পাঠানো হয় । খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় ৷

ওই বিবৃতিতে জানানো হয়েছে, উপকূলরক্ষী বাহিনীর তরফে উদ্ধারকাজে ইতিমধ্যে চারটি জাহাজ এবং দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে । ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে ৷ উদ্ধারকাজ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী ৷

দিন তিনেক আগেই কেদারনাথ ধামে নদীতে ভেঙে পড়েছিল হেলিকপ্টার ৷ শনিবার সকালে সেনার এমআই-17 কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে ৷

আমেদাবাদ, 3 সেপ্টেম্বর: আরব সাগরে উদ্ধার কাজে গিয়ে দুর্ঘটনার মুখে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, উপকূলরক্ষী বাহিনীর (ভারতীয় কোস্ট গার্ড) ওই হেলিকপ্টারটি সোমবার রাতে গুজরাত উপকূলের কাছে আরব সাগরে ভেঙে পড়ে ৷ তারপর থেকে নিখোঁজ হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্য ৷

কী হয়েছে ?

ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) গুজরাতের পোরবন্দর উপকূল থেকে প্রায় 45 কিলোমিটার দূরে মোটর ট্যাঙ্কার হরি লীলা থেকে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করার জন্য গিয়েছিল । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি জরুরি হার্ড ল্যান্ডিং করে ৷ সে সময়েই সেটি আরব সাগরে ভেঙে পড়ে ।

এক্স পোস্টে একটি বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে ৷ বাকি 3 জনের সন্ধান চলছে । হেলিকপ্টারটি গুজরাতের পোরবন্দর থেকে ট্যাঙ্কারে একজন আহত ক্রু সদস্যকে উদ্ধার করার জন্য গিয়েছিল ৷ ওই মোটর ট্যাঙ্কার থেকে পাঠানো জরুরি অনুরোধের পরে রাত 11টা নাগাদ ওই হেলিকপ্টারটি পাঠানো হয় । খারাপ আবহাওয়ায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় ৷

ওই বিবৃতিতে জানানো হয়েছে, উপকূলরক্ষী বাহিনীর তরফে উদ্ধারকাজে ইতিমধ্যে চারটি জাহাজ এবং দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে । ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে ৷ উদ্ধারকাজ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী ৷

দিন তিনেক আগেই কেদারনাথ ধামে নদীতে ভেঙে পড়েছিল হেলিকপ্টার ৷ শনিবার সকালে সেনার এমআই-17 কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.