আজমেঢ়, 29 ফেব্রুয়ারি: 1993 ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার রায় রায় শোনাল টাডা আদালত। বৃহস্পতিবার সেই রায়ে মামলার মূল অভিযুক্ত আবদুল করিম টুন্ডাকে বেকসুর খালাস করল আদালত। আজমেঢ়ের টাডা আদালত গত 23 ফেব্রুয়ারি শুনানির পর এই মামলার রায়দান স্থগিত রেখেছিল ৷ বৃহস্পতিবার সেই রায় শোনাল আদালত
আজমেঢ়ের টাডা আদালত আবদুল করিম টুন্ডাকে এই মামলায় বেকসুর খালাস করেছে ৷ একই সঙ্গে, 1993 সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় অন্য দুই অভিযুক্ত ইরফান এবং হামিদুদ্দিনের সাজা ঘোষণা করেছে আদালত ৷ প্রসঙ্গত, 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের পর কোটা, লখনউ, হায়দরাবাদ, সুরাত, কানপুর এবং মুম্বইয়ের ট্রেনে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটে। এই মামলার প্রধান অভিযুক্ত ছিলেন করিম টুন্ডা। সিবিআই টুন্ডাকে এই বিস্ফোরণের 'মাস্টারমাইন্ড' হিসাবেও দেখিয়েছিল ৷ তাঁকে 2013 সালে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে সিবিআই ৷
1992 সালের 6 ডিসেম্বর বাবরি ধ্বংসকে স্মরণ করে কালো দিবস পালন করে বেশ কয়েকটি বিরোধী রাজনৈতিক দল ৷ এরই ধারাবাহিকতায় 1993 সালের 6 ডিসেম্বর মসজিদ ধ্বংসের প্রথম বার্ষিকীতে ভারতের পাঁচটি বড় শহর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে। লখনউ, কানপুর, হায়দরাবাদ, সুরাত এবং মুম্বইয়ের ট্রেনে এই ধারাবাহিক বোমা বিস্ফোরণগুলি হয়েছিল। আজমেঢ়ের টাডা আদালতে এই মামলার শুনানি হয়। এ সময় আদালতে 670 জন সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়। উভয় পক্ষের মধ্যে লাগাতার সওয়াল-জবাবের পর, এখন টাডা আদালত টুন্ডাকে খালাস দিয়েছে। একইসঙ্গে সিবিআই জানিয়েছে, টাডা আদালাতের রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে আবেদন করবে।
আরও পড়ুন: