নয়াদিল্লি, 13 এপ্রিল: মধ্যপ্রাচ্যের নয়া পরিস্থিতি নিয়ে দিল্লির আশঙ্কা ক্রমশ সত্য হচ্ছে। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার পর থেকেই নতুন করে দুটি দেশের মধ্য়ে উত্তেজনার শুরু। ইরানের দিক থেকে পালটা আক্রমণ হতে পারে বলে প্রমাদ গুনছে বিশ্ব। এমনই আবহে আরবের উপকূলে 17 জন ভারতীয়-সহ ইজরায়েলের জাহাজ আটক করল ভারত। এই 17 জনকে দেশে ফেরাতে এখন থেকেই চেষ্টা শুরু করেছে ভারত । পাশাপাশি, তাঁদের যেন কোনওরকম আক্রমণের লক্ষ্য না করা হয় সে বিষয়টি নিশ্চিত করার কাজ শুরু করেছে দিল্লি। ইরানের রাজধানী তেহেরানের পাশাপাশি দিল্লিতেও কূটনৈতিক স্তরে কথা বলা হচ্ছে। ভারতীয়দের অবিলম্বে মুক্তির দাবিতেই এমন উদ্যোগ নিচ্ছে মোদি সরকার।
মধ্যপ্রাচ্যে শান্তি স্থায়ী হচ্ছে না কোনও সমীকরণেই । বিগত কয়েকদিনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইজরায়েল এবং ইরানের মধ্যে। সিরিয়ায় থাকা ইরানের দূতাবাসের উপর এপ্রিল মাসের শুরুতে হামলা হয়। এরপর দু'দেশের মধ্যে থাকা উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। অবস্থা এতটাই ভয়াবহ যে এই দুটি দেশে আপাতত ভারতীয়দের না যাওয়ার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। সেই সূত্র ধরে স্থানীয় সময় শুক্রবার ইজরায়েলের ভারতীয় দূতাবাস সে দেশে থাকা ভারতীয়দের জন্য একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। তাতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই ভারতীয়রা আছেন এমন জাহাজ আটক করল ইরান।
ইজরায়েলে থাকা ভারতীয় জন্য জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতির জেরে নিরাপত্তা একটি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এমতাবস্থায় ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে। চলাচলের ব্যাপারে কিছু বিধি-নিষেধ আরোপ করা প্রয়োজন। খুব দরকার না হলে কেউ বাড়ি থেকে বেরবেন না। পাশাপাশি, নিরাপদে থাকতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। পরিস্থিতি যতক্ষণ না ভালো হচ্ছে ততক্ষণ সাবধানে থাকুন। পাশাপাশি,ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা যা করা দরকার সেটা দূতাবাস করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। ভারতের মতো নিজেদের নাগরিকদের সুরক্ষায় নির্দেশিকা জারির পথে হেঁটেছে আমেরিকাও। সেখানে বলা হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মার্কিন নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: