ETV Bharat / bharat

ঘূর্ণিঝড়ে কোনও প্রাণহানি হয়নি, জন্ম 1600 শিশুর; জনালেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় দানা'র মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার ৷ রাজ্যে কোনও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ৷

CYCLONE DANA UPDATES
মুখ্য়মন্ত্রী মোহনচরণ মাঝি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 2 hours ago

ভুবনেশ্বর, 25 অক্টোবর: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা ৷ উত্তাল সমুদ্র ৷ জনমানব শূন্য রাস্তাঘাট ৷ প্রকৃতির এই ভয়াল রূপের মধ্যেই নতুন প্রাণের সঞ্চার ঘটল ৷ জন্ম নিল 1 হাজার 600টি নতুন প্রাণ ৷ একই সঙ্গে ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ৷

শুক্রবার সকালে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক করেন মুধ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ তিনি বলেন, "আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি ৷ একটিও প্রাণহানি হয়নি ৷ বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু করা হয় ৷ আমার আশা শুক্রবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ৷" সেই সঙ্গে, তাঁদের কাজের জন্য জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দলকে ধন্যবাদ জানান তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "শুক্রবার দুপুর 1টার মধ্যে রাস্তায় পড়ে থাকা সমস্ত গাছ পরিষ্কার করা হবে ৷ সন্ধ্য়া 6টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে ৷"

এর আগে ওড়িশা সরকারের তরফে জানানো হয়, ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে 4 হাজার 431 জন প্রসূতি মহিলাকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয় ৷ তাঁদের মধ্যে 1600 জন মহিলার শিশু জন্ম নেয় ঘূর্ণিঝড়ের মধ্যে ৷

CYCLONE DANA UPDATES
1600 শিশুর জন্ম (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "বৃহস্পতিবার রাতের মধ্যেই 5 লক্ষ 84 হাজার 888 জন মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ শুক্রবার সকালের মধ্যে এই সংখ্যা 6 লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে ৷ উপকূলীয় অঞ্চলে মানুষের প্রাণ রক্ষায় মোট 8 হাজার 322টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ বৃহস্পতিবার রাত 10টার মধ্যে 6 হাজার 8টি শিবির কার্যকর হয়ে যায় ৷" তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷

বৃহস্পতিবার মধ্যরাতে ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ল্যান্ডফলের পর ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা । প্রবল এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগে থেকেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় ওড়িশা সরকারের তরফে ৷ ঘূর্ণিঝড়ের কারণে আগেভাগেই উপকূলীয় অঞ্চলগুলি থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় 6 লক্ষ মানুষকে ৷

CYCLONE DANA UPDATES
ঘূর্ণিঝড় দানার প্রভাব (ইটিভি ভারত)

বৃহস্পতিবার মধ্যরাতে ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ শুক্রবার সকাল 10টা নাগাদ সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয় ৷ দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশার উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে ৷ ধীরে ধীরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ ফলে শুক্রবার ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ল্যন্ডফল চলাকালীন ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে স্থিত সাতভায়া এলাকার রাজনগর ব্লকের 18টি পঞ্চায়েত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷ ঘূর্ণিঝড়ের কারণে প্রবল জলচ্ছাসে জলমগ্ন হয়ে যায় সমস্ত এলাকা ৷ এলাকার প্রায় 571 জন পরিবারকে বাগপাতিয়া এলাকার ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয় ৷

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র

পড়ুন: ঘূর্ণিঝড় দানা'র 'ল্যান্ডফল' প্রক্রিয়া শেষ, ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুন: ঘূর্ণিঝড় দানা'র প্রভাব বঙ্গের উপকূলে, কেমন থাকবে কলকাতায় আবহাওয়া ?

ভুবনেশ্বর, 25 অক্টোবর: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা ৷ উত্তাল সমুদ্র ৷ জনমানব শূন্য রাস্তাঘাট ৷ প্রকৃতির এই ভয়াল রূপের মধ্যেই নতুন প্রাণের সঞ্চার ঘটল ৷ জন্ম নিল 1 হাজার 600টি নতুন প্রাণ ৷ একই সঙ্গে ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ৷

শুক্রবার সকালে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক করেন মুধ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ৷ তিনি বলেন, "আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছি ৷ একটিও প্রাণহানি হয়নি ৷ বৃহস্পতিবার রাত থেকেই উদ্ধারকাজ শুরু করা হয় ৷ আমার আশা শুক্রবার সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ৷" সেই সঙ্গে, তাঁদের কাজের জন্য জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দলকে ধন্যবাদ জানান তিনি ৷ মুখ্যমন্ত্রী বলেন, "শুক্রবার দুপুর 1টার মধ্যে রাস্তায় পড়ে থাকা সমস্ত গাছ পরিষ্কার করা হবে ৷ সন্ধ্য়া 6টার মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে ৷"

এর আগে ওড়িশা সরকারের তরফে জানানো হয়, ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে 4 হাজার 431 জন প্রসূতি মহিলাকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয় ৷ তাঁদের মধ্যে 1600 জন মহিলার শিশু জন্ম নেয় ঘূর্ণিঝড়ের মধ্যে ৷

CYCLONE DANA UPDATES
1600 শিশুর জন্ম (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "বৃহস্পতিবার রাতের মধ্যেই 5 লক্ষ 84 হাজার 888 জন মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ শুক্রবার সকালের মধ্যে এই সংখ্যা 6 লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে ৷ উপকূলীয় অঞ্চলে মানুষের প্রাণ রক্ষায় মোট 8 হাজার 322টি ত্রাণ শিবির খোলা হয়েছে ৷ বৃহস্পতিবার রাত 10টার মধ্যে 6 হাজার 8টি শিবির কার্যকর হয়ে যায় ৷" তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷

বৃহস্পতিবার মধ্যরাতে ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ল্যান্ডফলের পর ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা । প্রবল এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় আগে থেকেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় ওড়িশা সরকারের তরফে ৷ ঘূর্ণিঝড়ের কারণে আগেভাগেই উপকূলীয় অঞ্চলগুলি থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রায় 6 লক্ষ মানুষকে ৷

CYCLONE DANA UPDATES
ঘূর্ণিঝড় দানার প্রভাব (ইটিভি ভারত)

বৃহস্পতিবার মধ্যরাতে ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ শুক্রবার সকাল 10টা নাগাদ সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয় ৷ দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ওড়িশার উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে ৷ ধীরে ধীরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে ৷ ফলে শুক্রবার ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ল্যন্ডফল চলাকালীন ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে স্থিত সাতভায়া এলাকার রাজনগর ব্লকের 18টি পঞ্চায়েত সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ৷ ঘূর্ণিঝড়ের কারণে প্রবল জলচ্ছাসে জলমগ্ন হয়ে যায় সমস্ত এলাকা ৷ এলাকার প্রায় 571 জন পরিবারকে বাগপাতিয়া এলাকার ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয় ৷

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র

পড়ুন: ঘূর্ণিঝড় দানা'র 'ল্যান্ডফল' প্রক্রিয়া শেষ, ভারী বৃষ্টির সতর্কতা

পড়ুন: ঘূর্ণিঝড় দানা'র প্রভাব বঙ্গের উপকূলে, কেমন থাকবে কলকাতায় আবহাওয়া ?

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.