লখনউ, 24 সেপ্টেম্বর: 14 বছরের কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ 2 যুবকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে লখনউয়ের সরোজিনী নগর থানা এলাকায় ৷ নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে এবং অভিযুক্ত দু'জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷
জানা গিয়েছে, নির্যাতিতা পঞ্চম শ্রেণির ছাত্রী । অভিযোগ, প্রতিবেশী যুবকরা তাকে জোর করে গাড়িতে তুলে নেয় । এরপর তাকে হোটেলে নিয়ে গণধর্ষণের মতো জঘন্য কাজ করে । অভিযুক্তরা এই ঘটনার অশ্লীল ভিডিয়োও তৈরি করে । কেউ অভিযোগ করলে ভিডিয়োটি ভাইরাল করার হুমকিও দেয় তাঁরা বলে অভিযোগ ।
সরোজিনী নগর থানায় বাবার করা অভিযোগ অনুযায়ী, নাবালিকা সোমবার দুপুর 1টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল । এ সময় আশেপাশে বসবাসকারী ড্যানিশ (19) ও আমিন (20) গাড়িতে করে আসে । এরপর কিশোরীর ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে গাড়িতে তুলে দেয় । এরপর নাবালিকাকেও জোর করে গাড়িতে টেনে নিয়ে তোলা হয় । কৃষ্ণনগর থানা এলাকায় একটি হাসপাতালের কাছে হোটেলের পাশে গাড়িটি নিয়ে গিয়ে থামায় ওই দুই যুবক । এরপর দুজনেই মেয়েকে হোটেলের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ ।
নির্যাতিতার বাবার দাবি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে 4টায় তিনি বাড়ি ফিরছিলেন ৷ সে সময় রাস্তায় মেয়েকে মত্ত অবস্থায় দেখতে পান তিনি । সে কাঁদছিল । অনেক জিজ্ঞাসার পর সে তার সঙ্গে হওয়া ঘটবার কথা জানায় । দুই যুবকই তার অশ্লীল ভিডিয়ো তৈরি করেছিল বলেও সে বাবাকে জানিয়েছিল । তবে বাবার অভিযোগ, তিনি তার মেয়েকে নিয়ে কৃষ্ণনগর থানায় রিপোর্ট করতে গেলেও পুলিশ তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে । এরপর ঘটনাটি সরোজিনী নগর থানা এলাকায় ঘটেছে এবং সেখানে অভিযোগ করতে হবে বলে তাদের ফিরিয়ে দেওয়া হয় ।
বাবা নাবালিকা মেয়েকে নিয়ে সরোজিনী নগর থানায় পৌঁছন । এই ঘটনায় গভীর রাতে সরোজিনী নগর থানায় মামলা দায়ের হয়েছে । সরোজিনী নগর থানার আধিকারিক শিবরাজ সিং বলেছেন, "নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে ।"