উজ্জয়িনী, 25 মার্চ: হোলির দিন ভোরে মহাকাল মন্দিরে দুর্ঘটনা ৷ সোমবার ভোরবেলা ভস্মারতির সময় হঠাৎ গর্ভগৃহে আগুন লেগে যায় । তাতেই প্রায় 14 জন পুরোহিত দগ্ধ হন । আগুনের লাইভ ভিডিয়ো সামনে এসেছে । আহত সবাইকে জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । ভোর 5টা 45 মিনিটের দিকে আগুন লাগে । সৌভাগ্য যে, মন্দিরে লাগানো ফায়ার সিস্টেমের সাহায্যে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত । এই ঘটনায় উজ্জয়িনীর কালেক্টর নীরজ কুমার সিং তদন্তের নির্দেশ দিয়েছেন । টুইটে শোকপ্রকাশ করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
জানা গিয়েছে, সোমবার সকালে মহাকাল মন্দিরে হোলি উৎসব পালিত হচ্ছিল । শতশত মানুষ একে অপরের গায়ে রং দিচ্ছিলেন । বাবা মহাকালের ভস্ম আরতির সময় আরতির থালায় রং পড়ে ৷ তারপরই হঠাৎ আগুন লেগে যায় ৷ যার জেরে মন্দিরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । গর্ভগৃহের ভিতরে উপস্থিত পুরোহিত আগুনে গুরুতর দগ্ধ হন ৷ যাঁকে অবিলম্বে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এছাড়াও আহতদের মধ্যে রয়েছেন পুরোহিত সত্যনারায়ণ সোনি, চিন্তামন, রমেশ, অংশ শর্মা, শুভম, বিকাশ, মহেশ শর্মা, মনোজ শর্মা, সঞ্জয়, আনন্দ, সোনু রাঠোর, রাজকুমার বাইস, কমল ও মঙ্গল । আহত 14 জনের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ইন্দোরে স্থানান্তরিত করা হয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে উজ্জয়িনী আইজি সন্তোষ কুমার সিং, কমিশনার সঞ্জয় গুপ্ত এবং কালেক্টর নীরজ কুমার সিং আহতদের অবস্থা জানতে জেলা হাসপাতালে পৌঁছেছেন।
এই ঘটনায় কালেক্টর নীরজ কুমার সিং জানান, মন্দিরে হোলি খেলার সময় গর্ভগৃহে কর্পূর ব্যবহার করে আরতি করা হচ্ছিল। তখন কর্পূরের আগুন জ্বলে ওঠে । এই ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । সবার অবস্থা আপাতত স্থিতিশীল । ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাতেই জানা যাবে আবির থেকে আগুন লেগেছে, নাকি অন্য কোনও কারণে আগুন লেগেছে । তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মন্দির দর্শনের জন্য সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে ৷
আরও পড়ুন :