ETV Bharat / bharat

রাজ্যসভায় নির্বাচিত ন'জন বিজেপি সাংসদ, সংখ্যাগরিষ্ঠতা এনডিএ জোটের - Rajya Sabha Election - RAJYA SABHA ELECTION

NDA Touches Majority Mark in Rajya Sabha: সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন এমন অনেক নেতা রাজ্যসভার সদস্য ছিলেন ৷ ফলে বেশ কয়েকটি আসন ফাঁকা হয়ে গিয়েছে ৷ রাজ্য়সভায় ফের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপির নেতৃত্বে এনডিএ শিবিরই ৷

Rajya Sabha Election
রাজ্যসভায় এনডিএ শিবিরের সংখ্যাগরিষ্ঠতা (ছবি সামাজিকমাধ্যম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 2:17 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: শাসক জোট এনডিএ-র পাল্লা ভারী হল রাজ্যসভায় ৷ মঙ্গলবার সংসদের উচ্চকক্ষের ভোটে বিজেপির 9 জন নির্বাচিত হন ৷ এছাড়া শরিক দলেরও দু'জন কোনও বিরোধিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন ৷ এদিন কংগ্রেসের এক সদস্যও নির্বাচিত হয়েছেন রাজ্য়সভায় ৷

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দুই শরিক দল টিডিপি ও জেডি(ইউ)-এর সঙ্গে জোট গড়ে কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গঠন করেছে বিজেপি ৷ তিন মাসের মধ্যে রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ শিবির ৷ স্বাভাবিক ভাবে, এবার উচ্চকক্ষে সহজে বিল পাশ করতে পারবে কেন্দ্রীয় সরকার ৷

কোনও বিরোধিতা ছাড়াই যাঁরা রাজ্যসভায় নির্বাচিত হলেন- রাজস্থানের কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, মধ্যপ্রদেশের জর্জ কুরিয়েন, কংগ্রেসের অভিষেক মনু সিংঘভি তেলেঙ্গানা থেকে নির্বাচিত হয়েছেন ৷ বিজেপির অসম থেকে মিশন রঞ্জন দাস, রামেশ্বর তেলি, বিহার থেকে মনন কুমার মিশ্র, হরিয়ানা থেকে কিরণ চৌধুরী, মহারাষ্ট্রের ধীরাশীল পাটিল, ওড়িশার মমতা মোহন্ত এবং ত্রিপুরার রাজীব ভট্টাচার্য ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নীতিন পাটিল মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন ৷ রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়া বিহার থেকে রাজ্যসভায় গিয়েছেন ৷ এই দু'টি দলই বিজেপির শরিক ৷

রাজ্যসভা ভোটের আগে বিজেপি 110 জন সাংসদের প্রতি সমর্থন জানিয়েছিল ৷ তাঁদের মধ্যে মনোনীতরাও ছিলেন ৷ সব মিলিয়ে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 121 ৷ এদিকে সংসদের উচ্চকক্ষে মোট আসন 237 ৷ সংখ্যাগরিষ্ঠ হতে হলে 119টি আসন দখলে রাখতে হবে ৷ সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে এনডিএ ৷ উচ্চকক্ষে বিজেপির সাংসদ 96 এবং কংগ্রেসের 27 ৷ এখনও জম্মু-কাশ্মীরের 8টি আসন ফাঁকা রয়েছে ৷

রাজ্যসভায় এনডিএ শিবিরের সংখ্যাগরিষ্ঠতার ফলে বিজেপি সহজেই ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে পারবে ৷ বিলটি যুগ্ম সংসদীয় কমিটি (জেপিসি) খতিয়ে দেখছে ৷ এবছরের লোকসভা নির্বাচনে বহু নেতা সাংসদ নির্বাচিত হওয়ায় রাজ্যসভায় কয়েকটি আসন খালি হয়ে যায় ৷

নয়াদিল্লি, 28 অগস্ট: শাসক জোট এনডিএ-র পাল্লা ভারী হল রাজ্যসভায় ৷ মঙ্গলবার সংসদের উচ্চকক্ষের ভোটে বিজেপির 9 জন নির্বাচিত হন ৷ এছাড়া শরিক দলেরও দু'জন কোনও বিরোধিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন ৷ এদিন কংগ্রেসের এক সদস্যও নির্বাচিত হয়েছেন রাজ্য়সভায় ৷

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও দুই শরিক দল টিডিপি ও জেডি(ইউ)-এর সঙ্গে জোট গড়ে কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গঠন করেছে বিজেপি ৷ তিন মাসের মধ্যে রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ শিবির ৷ স্বাভাবিক ভাবে, এবার উচ্চকক্ষে সহজে বিল পাশ করতে পারবে কেন্দ্রীয় সরকার ৷

কোনও বিরোধিতা ছাড়াই যাঁরা রাজ্যসভায় নির্বাচিত হলেন- রাজস্থানের কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু, মধ্যপ্রদেশের জর্জ কুরিয়েন, কংগ্রেসের অভিষেক মনু সিংঘভি তেলেঙ্গানা থেকে নির্বাচিত হয়েছেন ৷ বিজেপির অসম থেকে মিশন রঞ্জন দাস, রামেশ্বর তেলি, বিহার থেকে মনন কুমার মিশ্র, হরিয়ানা থেকে কিরণ চৌধুরী, মহারাষ্ট্রের ধীরাশীল পাটিল, ওড়িশার মমতা মোহন্ত এবং ত্রিপুরার রাজীব ভট্টাচার্য ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নীতিন পাটিল মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন ৷ রাষ্ট্রীয় লোক মোর্চার নেতা উপেন্দ্র কুশওয়া বিহার থেকে রাজ্যসভায় গিয়েছেন ৷ এই দু'টি দলই বিজেপির শরিক ৷

রাজ্যসভা ভোটের আগে বিজেপি 110 জন সাংসদের প্রতি সমর্থন জানিয়েছিল ৷ তাঁদের মধ্যে মনোনীতরাও ছিলেন ৷ সব মিলিয়ে রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা বেড়ে হয়েছে 121 ৷ এদিকে সংসদের উচ্চকক্ষে মোট আসন 237 ৷ সংখ্যাগরিষ্ঠ হতে হলে 119টি আসন দখলে রাখতে হবে ৷ সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে এনডিএ ৷ উচ্চকক্ষে বিজেপির সাংসদ 96 এবং কংগ্রেসের 27 ৷ এখনও জম্মু-কাশ্মীরের 8টি আসন ফাঁকা রয়েছে ৷

রাজ্যসভায় এনডিএ শিবিরের সংখ্যাগরিষ্ঠতার ফলে বিজেপি সহজেই ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে পারবে ৷ বিলটি যুগ্ম সংসদীয় কমিটি (জেপিসি) খতিয়ে দেখছে ৷ এবছরের লোকসভা নির্বাচনে বহু নেতা সাংসদ নির্বাচিত হওয়ায় রাজ্যসভায় কয়েকটি আসন খালি হয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.