আগরতলা, 5 মে: 4 জন শিশু-সহ 11 জন বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ ৷ বৈধ নথীর অভাবে রবিবার ত্রিপুরার ধলাই জেলা থেকে গ্রেফতার করা হয় তাঁদের ৷ জানা গিয়েছে, ধলাইয়ের গন্ডাচেরা এলাকা দিয়ে বাংলাদেশ ফিরছিল ধৃতরা ৷ সেই সময় তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গন্ডাচেরা মহকুমার মাছকুমির এলাকায় শনিবার তল্লাশি অভিযান চালায় পুলিশ ৷ গন্ডাচেরা পুলিশ ইন-চার্জ পালা দত্তের নেতৃত্বে অভিযান চালানো হয় ৷ ধৃত বাংলাদেশিদের তল্লাশি করেও কোনও বৈধ কাগজপত্র না মেলায় তাঁদের গ্রেফতার করা হয় ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গে গন্ডাচেরা পুলিশ ইন-চার্জ বলেন, "ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে ৷ সেই মতো তদন্ত শুরু করা হয়েছে ৷" সেইসঙ্গে তিনি আরও বলেন, "শিয়ালদা থেকে আম্বাসার ট্রেনের টিকিট জব্দ করা হয় তাঁদের কাছ থেকে ৷ অর্থাৎ, এটা থেকে প্রমাণিত বেঙ্গালুরু থেকে কলকাতা এসেছিলেন তাঁরা ৷" পুলিশের বক্তব্য, এক মাস আগে এই গন্ডাচেরা এলাকা দিয়েই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছে ধৃতরা ৷ ধৃতদের কাছ থেকে কোভিড ভ্যাকসিনের নথি-সহ বাংলাদেশি টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
অন্যদিকে, এদিন আম্বাসা রেল স্টেশন থেকে আরও 5 বাংলাদেশিকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ এবং রেল পুলিশের যৌথ বাহিনী ৷ আম্বাসা পুলিশ স্টেশনের ইন-চার্জ গুরুপদ দেবনাথ বলেন, "আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল, কিছু বাংলাদেশি অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছে এবং অন্য কোনও রাজ্যে যাওয়ার জন্য আম্বাসায় এসেছে । আমরা দুই শিশু-সহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছি । তাঁরা বাংলাদেশের বরিশাল জেলা থেকে এসে কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ যাচ্ছিলেন ৷"
আরও পড়ুন: