Plastic Free Sundarbans: অস্ত্র রং-তুলি, প্লাস্টিকমুক্ত সুন্দরবন গড়ার স্বপ্নে বিভোর ইন্দ্রনীল - প্লাস্টিক মুক্ত সুন্দরবন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 18, 2022, 1:57 PM IST

সুন্দরবনকে প্লাস্টিক মুক্ত করতে চায় দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার যুবক ইন্দ্রনীল জানা । দূষণমুক্ত সমাজ গঠন করতে তাঁর এই অভিনব উদ্যোগ । স্বপ্নের পথে এখন ছায়াসঙ্গী কাগজের দেশ (Plastic Free Sundarbans) । ছোট থেকেই অভাবের সংসারে কষ্টে বড় হয়েছেন, কিন্তু রং-তুলি নিয়ে স্বপ্ন দেখা ছাড়েননি । ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলেছেন তিনি । তবে ইন্দ্রনীলের দু'চোখে অন্য আরেক স্বপ্ন ৷ গোটা সুন্দরবন এলাকাকে প্লাস্টিক মুক্ত করতে চান তিনি । তাই ক্ষতিকর প্লাস্টিক বর্জন করে রংবেরঙের কাগজ দিয়ে ইন্দ্রনীল বানিয়েছেন ফুল, ফুলদানি থেকে শুরু করে বহু ঘর সাজানোর সামগ্রী । ঠিক এর পাশাপাশি নামখানা ব্লকের বিভিন্ন স্কুলে কাগজের মাধ্যমে ইন্দ্রনীল সাজিয়েছে আস্ত কাগজের দেশ । ইন্দ্রনীলের হাত ধরে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বহু কচিকাঁচারা ইতিমধ্যেই হয়ে উঠেছে সুদক্ষ কাগজের দেশের কারিগর । ইন্দ্রনীলের হাতের সুদক্ষ কারুকার্য ইতিমধ্যেই মন কেড়েছে সুন্দরবনের বহু মানুষের ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.