young Died By Suicide: সোশাল মিডিয়ায় হানি ট্র্যাপে পড়ে আত্মঘাতী যুবক - young Died By Suicide

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2022, 10:08 PM IST

সোশাল মিডিয়ায় হানি ট্র্যাপে পা দিয়ে আত্মঘাতী যুবক (young died by suicide due to honeytrap)। শুক্রবার সকালে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নাথুয়া সংলগ্ন মজরমিল এলাকায় । মৃতের নাম সমীর চক্রবর্তী (27)। মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে ওই যুবক পরিষ্কার উল্লেখ করেছেন হানি ট্র্যাপের কথা বলে পরিবারের দাবি । জানা গিয়েছে, প্রিয়া কুমারি নামে এক মহিলার সঙ্গে সম্প্রতি বন্ধুত্ব হয় সমীরের । প্রিয়া কুমারীর সঙ্গে ভিডিও কলে কথাও বলতেন তিনি । পরে ওই মহিলা হানি ট্র্যাপে ফেলে ওই যুবককে । তাঁর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়, এমনকি সিআইডি-র নাম করে ওই যুবকের কাছ থেকে এক লক্ষ টাকা দাবিও করে ওই মহিলা বলে অভিযোগ । কিন্তু কোনওভাবেই ওই যুবক টাকা দিতে না পেরে শেষপর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি । যুবকের দেহ উদ্ধারের পরই খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে । পুলিশও হানি ট্র্যাপের কথা স্বীকার করে নিয়েছে । ওই যুবকের মোবাইল ও সুইসাইড নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.