ভোটের ঝড় তুলতে ময়দানে টুম্পা... - ‘‘টুম্পা সোনা ৷’’
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10705478-thumbnail-3x2-th.jpg)
কখনও লাভলি তো কখনও টুম্পা । ভোটের বাজারে হিট নাম এরাই । তৃণমূল শুনিয়েছিল ‘‘খেলা হবে ।’’ সবাই যখন খেলার কথা বলছিলেন তখনই সক্কলকে ছাপিয়ে গিয়ে মদনদা গেয়েছিলেন ‘‘ও.. লাভলি ।’’ তবে পিছিয়ে নেই বামেরাও ৷ এবার ময়দানের বাকি সবাইকে টেক্কা দিতে টুম্পার হাত ধরে চ্যালেঞ্জ জানাতে আসরে এবার বামেরা । 28 শের ব্রিগেড আহ্বানে লালপার্টির নতুন স্লোগান... ‘‘টুম্পা সোনা ৷’’