স্লোগান তৈরি করতে পিকে-কে কেন এত টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন অশোকের - বাম বিধায়ক অশোক ভট্টাচার্য
🎬 Watch Now: Feature Video
"এক স্লোগানে কোটি কোটি টাকা পিকে-কে দেওয়া হচ্ছে । বুদ্ধদেব ভট্টাচার্য কোথাকার মানুষ ছিলেন ?" রাজ্যের শাসকদলের নির্বাচনী স্লোগান "বাংলা নিজের মেয়েকেই চায়"-এর পালটা তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা বাম বিধায়ক অশোক ভট্টাচার্য । সোমবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তিনি । এদিনের সাংবাদিক বৈঠকে অশোক ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার ।