Wax Statue of Neeraj Chopra: নীরজের মোমের মূর্তি দেখতে ভিড় ওয়্যাক্স মিউজিয়ামে - 2021 টোকিয়ো অলিম্পিক্স
🎬 Watch Now: Feature Video
আসানসোল ওয়্যাক্স মিউজিয়ামে (Asansol Wax Museum) এ বার অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার মূর্তি ৷ তবে, এই মূর্তি 2021 সালে বানিয়ে ছিলেন শিল্পী সুশান্ত রায় (Wax Statue of Neeraj Chopra at Asansol Museum) ৷ কিন্তু, সেই মোমের পুতুল দেখতে এখন ভিড় করছেন লোকজন ৷ কারণ, সম্প্রতি নীরজ চোপড়ার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন ৷ নীরজ চোপড়ার মোমের তৈরি সেই মূর্তি দেখতে রোজই ভিড় হচ্ছে ওয়্যাক্স মিউজিয়ামে ৷ 2021 টোকিয়ো অলিম্পিক্সে সোনা জেতার পর নীরজ চোপড়ার ওই মূর্তি বানিয়ে ছিলেন সুশান্ত রায় ৷ যিনি নিউটাউনের ওয়্যাক্স মিউজিয়ামে বিভিন্ন তারকার মূর্তি বানিয়েছেন ৷ আসানসোলের ওয়্যাক্স মিউজিয়ামে ব্রাজিলের রোনাল্ডিনহো এবং শৈলেন মান্নার মূর্তিও রয়েছে ৷