যশের প্রকোপে জলমগ্ন চুঁচুড়া সাবওয়ে,দুর্ভোগে করোনা রোগী ও মানুষজন - PROBLEM GENERAL PEOPLE
🎬 Watch Now: Feature Video
যশের দাপটে প্রবল বর্ষণ হুগলি জেলাজুড়ে। তার জেরে জলমগ্ন চুঁচুড়া স্টেশনের সাবওয়ে। করোনা রোগী থেকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই দু'দিনের বর্ষণে। বাইক আরোহী থেকে অ্যাম্বুলেন্স চালক সকলেই সমস্যায় পড়েছে এই কোমর সমান জলে। মাঝে মধ্যেই বাইক নিয়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছেন চালকরা। বন্ধ হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স ও চারচাকা গাড়ির। করোনার ভয়ে অ্যাম্বুলেন্সকে ঠেলে দিতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। দিল্লি রোড থেকে চুঁচুড়া হাসপাতাল যাওয়ার পথ এটি। সেই কারণেই দুর্ভোগে পড়েছেন মুমূর্ষ রোগী থেকে নিত্যযাত্রীরা। প্রায়শই টোটো-অটো বাইক খারাপ হয়ে যাচ্ছে জলে ডুবে গিয়ে। বাধ্য হয়ে কোনওমতে এই নোংরা জল দিয়ে পার হতে হচ্ছে মানুষজনকে। স্থানীয় কোদালিয়া পঞ্চায়েত ও চুঁচুড়া বিধায়ক ও রেলকে জানিয়েও কোনও ফল হয়নি।
Last Updated : May 27, 2021, 11:02 PM IST