থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দান করলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী - রক্ত দান করলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী
🎬 Watch Now: Feature Video
নির্বাচন ও প্যানডেমিকের কারণে বেশির ভাগ এলাকাতেই হয়নি রক্তদান শিবির ৷ ফলে রাজ্যের প্রায় প্রতিটি ব্লাড ব্যাঙ্কেই রক্ত সংকট দেখা যাচ্ছে ৷ একই ছবি নদিয়া জেলাতেও ৷ জেলার প্রতিটি ব্লাড ব্যাঙ্কেই রক্ত সংকট দেখা গিয়েছে ৷ ফলে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু সাধারণ মানুষ । এই পরিস্থিতিতে এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর রক্তের প্রয়োজন পড়ে । এগিয়ে আসে রানাঘাটের মর্যাদা সুরক্ষা আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা । তাঁদেরই উদ্যোগে রক্ত পায় রানাঘাট হিজুলীর বাসিন্দা গোপাল কুণ্ডুর সাত বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু । রানাঘাট মহকুমা হাসপাতালে এসে রক্তদান করেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য পলাশ সিংহ ।