Visit of Chief Minister to Purulia : মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর ঘিরে প্রশাসনিক মহলে ব্যস্ততা তুঙ্গে - visit of chief minister to purulia is busy in the administrative circles
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15383162-thumbnail-3x2-mamata.jpg)
একুশের বিধনসভা নির্বাচনের পর প্রথমবার দুই দিনের পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Ministers visit to Purulia)। চলতি মাসের 30 ও 31 তারিখ পুরুলিয়ায় প্রশাসনিক মিটিং ও কর্মীসভায় উপস্থিত থাকবেন তিনি । 30 তারিখ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক হবে পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে । অন্যদিকে 31 তারিখ পুরুলিয়া শহরের অদূরে শিমুলিয়ার ব্যাটারি গ্রাউন্ড ময়দানে কর্মিসভা অনুষ্ঠিত হবে । নতুন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । তারই প্রস্তুতি নিয়ে বুধবার জেলাশাসক কার্যালয়ে পর্যায়ক্রমে বৈঠক করলেন জেলাশাসক রাহুল মজুমদার ।