Sundarbans Flooded নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় প্লাবিত সুন্দরবন
🎬 Watch Now: Feature Video
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। প্রবল বর্ষণের ফলে সুন্দরবনের একাধিক জায়গায় মাটির নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে (Vast Areas of Sundarbans Flooded Due to Rain and Depression)। দোসর হয়েছে পূর্ণিমার ভরা কোটাল। কোটালের জোয়ারের তোড়ে সুন্দরবনের গোসাবা, নামখানা, সাগর, পাথরপ্রতিমা-সহ রায়দিঘির বিস্তীর্ণ অঞ্চলের নদীবাঁধ উপছে প্লাবিত বহু এলাকা। সুন্দরবনের একাধিক জায়গার নদীবাঁধ ভেঙে প্লাবিত চাষের জমি। আতঙ্কিত গ্রামবাসীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে বানভাসি এলাকার মানুষদের জন্য খোলা হয়েছে ফ্লাড সেন্টার।