মুখ্যমন্ত্রীর কাছে পৃথক ব্লক ও থানার দাবি রায়গঞ্জ ব্লকের - মুখ্যমন্ত্রীর কাছে বল্কের দাবি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6262010-thumbnail-3x2-n.jpg)
মুখ্যমন্ত্রীর কাছে পৃথক ব্লক ও থানার দাবি করলেন রায়গঞ্জ ব্লকের একাংশ নাগরিক ৷ এই মর্মে জেলাশাসককে চিঠিও দেন রায়গঞ্জের সাতটি ব্লকের বাসিন্দারা । গতকাল জেলাশাসকের দপ্তরে গিয়ে এ বিষয়ে একটি লিখিত আবেদন করেছেন সেখানকার একটি অরাজনৈতিক নাগরিক মঞ্চ ৷ তাঁদের দাবি, রায়গঞ্জ ব্লক অফিসে বা থানায় আসতে গেলে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা অত্যন্ত সমস্যায় পড়েন । সেই কারণে আলাদা একটি ব্লক ও থানা হলে এলাকার জনগণের পক্ষে অত্যন্ত সুবিধাজনক হবে । মুখ্যমন্ত্রীর বৈঠকের দিন একই আবেদন করেই নেতামন্ত্রীদের সাহায্য নিয়ে একটি খোলা চিঠি দেওয়ার চেষ্টা করবেন তাঁরা ।