Boris Johnson visits Sabarmati : সবরমতী আশ্রমে চরকায় হাত লাগালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী - Boris Johnson Charkha News

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 21, 2022, 11:56 AM IST

আমেদাবাদে নেমে ব্রিটিশ প্রধানমন্ত্রী গেলেন ঐতিহ্যবাহী সবরমতী আশ্রমে ৷ মহাত্মা গান্ধির আশ্রমে মহিলাদের চরকায় সুতো কাটতে দেখে তিনিও বসে পড়লেন ৷ খুব আগ্রহভরে শিখে নিলেন কীভাবে চরকা চালাতে হয় (UK PM Boris Johnson visits Sabarmati Ashram in Ahmedabad Gujarat) ৷ আশ্রম কর্তৃপক্ষ তাঁকে দু'টি বই এবং একটি প্রতীকী চরকা উপহার দেন ৷ একটি বই মহাত্মা গান্ধির লেখা 'গাইড টু লন্ডন', যা কখনও প্রকাশিত হয়নি ৷ আরেকটি গান্ধির শিষ্যা ম্যাডেলিন স্লেড বা মীরাবেন-এর আত্মজীবনী 'দ্য স্পিরিট'স পিলগ্রিমেজ' ৷ যাওয়ার সময় আশ্রমের খাতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখলেন, "এক অসাধারণ মানুষের এই আশ্রমে আসতে পেরেছি, এটা আমার অত্যন্ত সৌভাগ্য ৷ বিশ্বটাকে বদলাতে তিনি কীভাবে সত্য এবং অহিংসার খুব সাধারণ নীতিগুলি তুলে ধরেছিলেন, তা বুঝতে পারছি ৷" ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.