Snakes Rescue in Sandeshkhali: সুন্দরবনের জঙ্গল পেরিয়ে লোকালয়ে ঘুরছে কেউটে ও পদ্ম গৌড় - সুন্দরবনের জঙ্গল পেরিয়ে লোকালয়ে আশ্রয় নিয়েছিল দুটি বিষধর সাপ
🎬 Watch Now: Feature Video
সুন্দরবনের জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসে দু'টি বিষধর সাপ। এর মধ্যে একটি কেউটে, অন্যটি পদ্ম গৌড়। প্রথমে স্থানীয়রা বিষধর সাপ দু'টিকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ না-হওয়ায় পরে খবর দেয় হয় বন দফতরকে। বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত একটি চেম্বার থেকে বিষধর ওই সাপ দুটিকে উদ্ধার করে বন দফতর (Two Snakes Rescue by Forest Department)। সন্দেশখালির ডাসা নদীর পাড়েই সুন্দরবনের ডোলখালির জঙ্গল। সেখান থেকে নদী পেরিয়ে লোকালয়ে চলে এসেছিল বিষধর সাপ দু'টি ৷ এদিন সাপ দুটি উদ্ধারের পর আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে বন দফতর সূত্রে।