Madhyamik Result 2022 : অষ্টম স্থানাধিকারী পুরুলিয়ার সুরভি ও অভ্র - Purulia Students ranks 8th

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 3, 2022, 2:17 PM IST

মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে পুরুলিয়ার দুই পড়ুয়া ৷ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভ্র চট্টোপাধ্যায় এবং পুরুলিয়া রঘুনাথপুর গার্লস হাই স্কুলের সুরভী চট্টোপাধ্যায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থানে রয়েছে । মেধাবী ছাত্র অভ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলার তারকেশ্বরে এবং সুরভী চট্টোপাধ্যায় থাকে রঘুনাথপুর শহরে । সুরভীর বাবা গুঞ্জন চট্টোপাধ্যায় ও মা কৃষ্ণা গঙ্গোপাধ্যায় দু'জনেই ইংরেজি ভাষার শিক্ষক (Two Purulia Students ranks 8th in Madhyamik Examination 2022) ৷ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জানান, অভ্র পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল ৷ আরও ভাল ফল আশা করলেও এতেই সন্তুষ্ট তাঁরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.