Troller Capsized: ট্রলার ডুবিতে মৃত দুই ! নিখোঁজ সাত - ট্রলার ডুবিতে মৃত দুই

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 10, 2022, 7:13 PM IST

নন্দীগ্রাম থেকে পেটুয়াঘাট মৎস্য বন্দরে আসার পথে দুর্ঘটনায় কবলে পড়ে ট্রলারডুবিতে মৃত দুই মৎসজীবী (Troller Capsized)। নিখোঁজ 7 জন ৷ জানা যায়, নন্দীগ্রামের বাসিন্দা গোলাম হোসেনের তিনটি ট্রলার রয়েছে । তারমধ্যে একটি ট্রলার পেটুয়াঘাট মৎস্য বন্দর ঢোকার পথে জলের তোড়ে ডুবে যায় । ট্রলারের মধ্যে 12 ছিলেন। এখনও পর্যন্ত 5 জনকে উদ্ধার করা গেলেও সাতজন এখনও নিখোঁজ । পাঁচ জনের মধ্যে দু'জন মারা যান ৷ মৃত দু'জনকে কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রশাসনের তরফ থেকে নিখোঁজদের তলাশি শুরু হয়েছে । হলদিয়া কোস্টগার্ডের তরফ থেকে আকাশপথে ও জলপথে তল্লাশি অভিযান শুরু হয়েছে । নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলার টিম ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.