জনগণের টাকা টিম পিকেকে দিয়েছে তৃণমূল : সায়ন্তন - কোচবিহারে তৃণমূল
🎬 Watch Now: Feature Video
কোচবিহারে তৃণমূল কংগ্রেস মূলত দুষ্কৃতী ও গোরু পাচারকারীদের দল ৷ এখানে কোনও ভালো মানুষ থাকতে পারে না ৷ তাছাড়া টিম পিকেকে সামনের বিধানসভায় দলকে ক্ষমতায় আনার জন্য 550 কোটি টাকা দিয়েছে তৃণমূল ৷ এই টাকা মানুষের স্বার্থে, কোরোনা চিকিৎসায় ব্যবহার করতে পারত ৷ কারণ এই টাকা সাধারণ মানুষের টাকা ৷ কোচবিহারে তৃণমূলকে আক্রমণ করে একথা বলেন BJP নেতা সায়ন্তন বসু ৷
Last Updated : Oct 18, 2020, 12:46 PM IST