TMC Candidate List : রাতে বিক্ষোভ, পরদিন সেই প্রার্থীর হয়েই প্রচারে তৃণমূল কর্মীরা - পরদিন সেই প্রার্থীর হয়েই প্রচারে তৃণমূল কর্মীরা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14383173-thumbnail-3x2-tmcactivists.jpg)
রাতভর রাজ্যের মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চালিয়েছিল কাঁথি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মী-সমর্থকরা । তারপরেই ওয়ার্ডের তিনটি গ্রামের বাসিন্দারা বসে সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী আলী খানকেই তাঁরা সমর্থন করবেন । বিক্ষোভের 24 ঘণ্টা কাটতে না-কাটতেই জানালেন, এতদিন তাঁরা এই প্রার্থীকেই পাশে পেয়েছেন ৷ তাই ওনাকে আবার পেয়ে খুশি এলাকার মানুষ (TMC activists campaign) ।