Digha Tidal Waves: দিঘার জলোচ্ছ্বাসে মেতে উঠলেন পর্যটকরা
🎬 Watch Now: Feature Video
দিঘার সমুদ্র সৈকতে এখন প্রবল জলোচ্ছ্বাস (Tidal Waves in Digha)। আর এই জলোচ্ছ্বাস দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা । 6 থেকে 8 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে মেরিন ড্রাইভে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । তারই প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকে করে সতর্কবার্তা জারি করা হয়েছে প্রশাসনের তরফে (Due to Low Pressure Police Alerts Tourists)। যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে বাড়তি নুলিয়া, সিভিক পুলিশ ও পুলিশ মোতায়েন করা হয়েছে।