Siliguri Gecko Recovered: নেপালে পাচারের আগেই তিনটি তক্ষক-সহ গ্রেফতার 3 - Siliguri Gecko Recovered
🎬 Watch Now: Feature Video
নেপালে পাচারের আগে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ির অটল চা-বাগান এলাকা থেকে তক্ষক-সহ তিন পাচারকারীকে গ্রেফতার করল এসএসবি (Siliguri Gecko Recovered)। গোপন সূত্রে খবর পেয়ে, এসএসবির 41 নং ব্যাটেলিয়ানের জওয়ানরা নকশালবাড়ির অটল চা-বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় । সেই এলাকায় সন্ধেহভাজন তিন ব্যক্তিকে প্রথমে আটক করে । এরপর তাদের তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয় । পরে ধৃতদের বাগডোগরা বন বিভাগের হাতে তুলে দেওয়া হয় । ধৃতরা হল মোনাফ আলি, মহম্মদ জাহিরউদ্দিন, ইউনিস আলি । ধৃতদের মধ্যে দু'জন অসমের বাসিন্দা ও একজন জলপাইগুড়ি জেলার শালুগড়ার বাসিন্দা । উদ্ধার তক্ষকের বাজারমূল্য কয়েক লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।