হরতাল নিয়ে প্রতিক্রিয়া দিলীপের - bharat bandh
🎬 Watch Now: Feature Video
JNU নিয়ে ডাকা CITU -এর বনধ নিয়ে প্রতিক্রিয়া দিলেন BJP-এর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ CITU-এর ডাকা এই বনধ ব্যর্থ বলেই তাঁর মত ৷ আজ তিনি বলেন, ‘‘গাড়ি তো এখানেও জ্বলছে, তাও আমি ইকো পার্কের দরজা খুলে ঢুকে পড়েছি ৷ CPI(M)-এর আগেও যা অভিজ্ঞতা আছে, এবারও তাই হবে ৷