"বিজয়বর্গীয়র পদার্পণে কামাখ্যা মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে", গঙ্গা জল দিয়ে পরিষ্কার তৃণমূলের - The sanctity of the Kamakhya temple has been ruined
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9915392-891-9915392-1608222404435.jpg)
বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র প্রবেশে বারাসতের পবিত্র কামাখ্যা মন্দির অপবিত্র হয়েছে । এই অভিযোগে বৃহস্পতিবার মন্দিরে গঙ্গাজল ঢেলে শুদ্ধ করলেন পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও তৃণমূল নেতা অশনি মুখোপাধ্যায় । মালা পরিয়ে মন্দিরে পূজোও দেন তিনি । 6 ডিসেম্বর বারাসতের সত্যনারায়ণ পল্লিতে গৃহ সম্পর্ক অভিযানে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় । এরই ফাঁকে স্থানীয় কামাখ্যা মন্দিরে পুজো ও ঠাকুর দর্শন করেন তিনি । তৃণমূলের অভিযোগ, "বিজেপির কেন্দ্রীয় নেতা জুতো পরে মন্দিরে প্রবেশ করায় বাঙালির ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে । মন্দিরের পবিত্রতা নষ্ট হয়েছে । সেই কারণে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে অপবিত্র মন্দির পবিত্র করা হয়েছে ।’’