রাজীবের রোড শোয়ে কালো পতাকা - রাজীবের রোড শোয়ে কালো পতাকা
🎬 Watch Now: Feature Video
হাওড়ার নিশ্চিন্দা থানার দুর্গাপুরের অভয়নগরে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে উত্তেজনা ৷ কালো পতাকা দেখানো হল রাজীয় বন্দ্যোপাধ্যায়কে ৷ আর এই কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ থেমে যায় রোড শো ৷ পরে পঞ্চান্নন তলার উদ্দেশে আবার শুরু হয় রোড শো ৷ কালো পতাকায় লেখা ছিল "মীরজাফর দূর হটো ।’’
TAGGED:
রাজীবের রোড শোয়ে কালো পতাকা