Suzi Bhowmik : সমাজের আমাদের নিয়ে সমস্য়া নেই, সমস্যা যাঁরা সমাজ চালায় তাঁদের: সুজি ভৌমিক - Exclusive Interview With Suzi Bhowmik
🎬 Watch Now: Feature Video
ধারাবাহিক দিয়ে শুরু করেছিলেন যাত্রা ৷ এখন তাঁকে পর্দায় দেখা যাচ্ছে 'মণ্টু পাইলট'-এ বিবিজানের ডান হাত সুজির চরিত্রে ৷ অভিনয়টাই সুজি ভৌমিকের লড়াই । ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া- না পাওয়া নিয়ে নানা কথা এদিন খুলে বললেন তিনি । জানা গেল পর পর তাঁর কাছে কেন কাজ আসে না ৷ উঠে এল ট্রান্স হওয়ার যন্ত্রণার নানা রঙ (Exclusive Interview of Suzi Bhowmik)।