Suvendu Adhikari: 21 জুলাই অন্য কোনও রাজনৈতিক দলকে সভা করতে দেবে না তৃণমূল : তোপ শুভেন্দুর - উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2022, 10:44 PM IST

রাজ্যের শাসকদল 21 জুলাইয়ের দিন অন্য কোনও রাজনৈতিক দলকে সভা করতে দিতে রাজি নয় । আর সেটাই আজকে কলকাতা হাইকোর্টকে দিয়ে একটি নজির তৈরি করল । বুধবার উলুবেড়িয়াতে সাংবাদিক সম্মেলনে এমনই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (TMC did not allow BJP to hold a Meeting on 21 July) । তিনি আরও জানান, কুড়িটা শর্ত চাপিয়ে তারা পৃথিবীর সর্ববৃহৎ দলকে সভা করতে দেবে না, সেটা না-বলে পক্ষান্তরে যাতে বিজেপি সভা না-করতে পারে তাঁর ব্যবস্থা করেছে । পাশাপাশি তিনি জানান, আগামিকাল রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের সংশাপত্র পাবেন ও তারা 7 লক্ষের বেশি ভোট পাবে বলেও দাবি করেন । তিনি আরও জানান, বামফ্রন্ট সরকারের সময়ে কংগ্রেস ও তৃণমূলকে 21 জুলাইয়ের সমাবেশ পালন করার অনুমতি দিত । কিন্তু শাসকদল তৃণমূল কংগ্রেস 21 জুলাইকে জিহাদ দিবস ও সরকারি কর্মসূচি বানিয়ে ফেলেছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.