Kali Remark Row: মা কালী বিতর্কে মুখ খুললেন রাজ্যপাল - এমনকী তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়
🎬 Watch Now: Feature Video
তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক সর্বত্রই। তাঁর এই মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে সন্ন্যাসীদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেপুটেশন জমা দিতে যান (Suvendu Adhikari with Monks at Raj Bhavan on Kali Remark Row)। সেখানে রাজ্যপাল বলেন, "যেভাবে মা কালীর অপমান হয়েছে, তাতে মানুষের ভাবনায় কুঠারাঘাত করা হয়েছে ৷ এটা ঠিক হয়নি ৷ এই মন্তব্যে দেশবাসী দুঃখিত, সবাই ক্ষুব্ধ ৷ সেই কালী মা-র সম্বন্ধে এই ধরনের কথা ব্যবহার খুব একটা বড় ভুল ৷ আমি এর কঠোর বিরোধিতা করছি ৷" তিনি আরও বলেন, "আইনের বলয় থেকে আমার যতটা করা সম্ভব আমি নিশ্চয়ই করব ৷" রাজ্যে মা কালীকে অপমান করা হচ্ছে বলে এদিন সরব হন রাজভবনে আসা সন্ন্যাসীরা ৷
Last Updated : Jul 12, 2022, 7:58 PM IST
TAGGED:
Kali Remark Row