KMC Election 2021 : শেষবেলার প্রচারে বিজেপি রাজ্য সভাপতির নিশানায় তৃণমূল সুপ্রিমো - ভোটের প্রচারে সুকান্ত মজুমদার
🎬 Watch Now: Feature Video
কলকাতা পৌরনিগমের ভোটপ্রচারে (KMC Election 2021) বেরিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar targets Mamata Banerjee during vote campaign) ৷ প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর প্রার্থী বাছাইয়ের মাপকাঠি নিয়ে ৷ শুক্রবার কলকাতা পৌর এলাকার 124 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের হয়ে প্রচার করেন সুকান্ত ৷ ঢাকের তালে অভিনব এক পদযাত্রার আয়োজন করে বিজেপি ৷