Sukanta Slams Jyotipriya: 'সিবিআই ডেকে হরলিক্স খাওয়াবে', জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর - বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
🎬 Watch Now: Feature Video
সময় আসবে ইনিও ডাক পাবেন। সিবিআই ডেকে নিয়ে আপনাকে হরলিক্স খাওয়াবে। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে দাঁড়িয়ে নাম না করে মন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Slams Jyotipriya)। বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে মঙ্গলবার হাবড়ায় মিছিল করে বিজেপি (BJP)। হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে মিছিল শুরু হয়ে দুই কিলোমিটার ঘুরে জয়গাছি সুপারমার্কেটে শেষ হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বারাসত জেলা সভাপতি তাপস মিত্র-সহ বহু বিজেপির নেতা-কর্মীরা (BJP Leaders and Workers)।