Garden Reach Fraud Case: ‘ঠাকুর ঘরে কে...’, গার্ডেনরিচ কাণ্ডে ফিরহাদকে নিশানা সুকান্তর - গার্ডেনরিচ অনলাইন গেমিং প্রতারণা কাণ্ড
🎬 Watch Now: Feature Video
ঠাকুর ঘরে কে... আমি কো কলা খাইনি, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) নিশানা করলেন বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ গার্ডেনরিচ অনলাইন গেমিং প্রতারণা কাণ্ডে (Garden Reach Fraud Case) টাকা উদ্ধারের ঘটনায় সরাসরি ফিরহাদ হাকিমের যোগ আছে বলেই অভিযোগ করলেন তিনি ৷ আজ বিকেলে দক্ষিণ 24 পরগনার জয়নগরের মুলদিয়া থেকে রাধাবল্লভতলা পর্যন্ত নবান্ন অভিযানের প্রচারে একটি পদযাত্রায় অংশ নেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেখানেই ফিরহাদ হাকিমের প্রসঙ্গে সুকান্ত জানান, একজন মেয়র এবং রাজ্যের দু’টি দফতরের মন্ত্রী হিসাবে তাঁর জানা উচিত, কোনও ব্যবসায়ীর বাড়িতে এত পরিমাণ টাকা নগদে থাকে না ৷ তাঁর হুঁশিয়ারি ভারতীয় আইন অনুযায়ী, বাড়িতে হিসাব বহির্ভূত টাকা রাখলে গ্রেফতার করা হবে ৷