Sree Bhumi Sporting Club: বুর্জ খলিফার দুঃসহ স্মৃতি অতীত, প্রথমাতেই জনজোয়ার শ্রীভূমির সেন্ট পিটার্স বাসিলিকায় - Burj Khalifa

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 26, 2022, 10:26 PM IST

গতবছরের অবাঞ্ছিত ঘটনা ভুলে সুবর্ণ জয়ন্তী বর্ষে ফের স্বমহিমায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৷ 50তম বর্ষে লেকটাউনের এই পুজোর থিম ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকার আদলে তৈরি মণ্ডপ (Vatican City theme has been the buzz at Sree Bhumi) ৷ মহালয়ার আগে উদ্বোধন হয়ে যাওয়া মন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) এই পুজো দর্শনার্থীদের জন্য খুলে গেল প্রথমার দিন অর্থাৎ সোমবার থেকেই ৷ আর প্রথমদিনই জনজোয়ার লেকটাউনের এই পুজোয় ৷ যা ফের উসকে দিচ্ছে গতবছরের স্মৃতি ৷ গতবার দুবাইয়ের বুর্জ খলিফার (Burj Khalifa) আদলে পুজো মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল উত্তর কলকাতার অন্যতম চর্চিত এই পুজো ৷ তবে ভিড় সামলাতে না-পেরে অষ্টমীর সন্ধে থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং'য়ের মণ্ডপ ৷ সেই স্মৃতি ভুলে এবার সামনে তাকাতে মরিয়া পুজো উদ্যোক্তারা ৷ এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানালেন, গতবারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার প্রবেশপথ এবং প্রস্থান পথের পরিধি বাড়ানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.