Sonu Sood Helps a Bihari Girl: জন্ম থেকেই চার হাত চার পা, অসহায় চৌমুখীর চিকিৎসার দায়িত্ব নিলেন সোনু - Sonu Sood Comes to rescue of Bihar girl

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 3, 2022, 4:05 PM IST

Updated : Jun 3, 2022, 5:26 PM IST

অভিনেতা সোনুসুদ বারবারই এগিয়ে এসেছেন সেই সমস্ত অসহায় মানুষের পাশে যাঁদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না ৷ তাঁর এই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের সূত্রপাত লকডাউনের সময় থেকে ৷ ফের একবার একটি দিব্যাঙ্গ শিশুর পাশে দাঁড়ালেন তিনি ৷ বিহারের ওয়ারিশালিগঞ্জের হেমদা গ্রামের অধিবাসী ঊষা দেবী এবং বসন্ত পাসওয়ানের একমাত্র মেয়ে চার হাত এবং পা নিয়ে জন্মগ্রহণ করে ৷ পয়সার অভাবে চিকিৎসা করানোর সুযোগ পাচ্ছিলেন না ছোট্ট চৌমুখী কুমারীর অসহায় বাবা মা ৷ সম্প্রতি পাটনা হাসপাতালেও গিয়েছিলেন তাঁরা সেখান থেকেও ফিরতে হয় নিরাশ হয়ে ৷ এরপরই একটি ভাইরাল ভিডিয়ো থেকে চৌমুখীর খবর পান সোনু (Sonu Sood Comes to rescue of Bihar girl)৷ তিনি যোগাযোগ করেন এই অসহায় দম্পতির সঙ্গে ৷ আশ্বাস দেন চৌমুখীর সমস্ত চিকিৎসার দায়িত্ব নেওয়ার ৷ ইতিমধ্যেই মেয়েকে নিয়ে মুম্বই পৌঁছে গিয়েছেন ঊষা এবং বসন্ত ৷ তাঁদের সঙ্গে দেখাও করেছেন অভিনেতা ৷ মুম্বইতেই শুরু হবে চৌমুখীর চিকিৎসা পর্ব ৷
Last Updated : Jun 3, 2022, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.