HS Result 2022 : অভাবের সংসারে জল খাইয়ে উচ্চমাধ্যমিকে পঞ্চম ছেলেকে বরণ মায়ের - wbchse result 2022
🎬 Watch Now: Feature Video
অভাবকে সঙ্গী করে উচ্চমাধ্যমিকে পঞ্চম বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনের ছাত্র সোমনাথ পাল (Somnath Pal Ranks 5th in WB HS 2022 from Bankura) ৷ তাঁর প্রাপ্ত নম্বর 494 ৷ বাড়ি বাঁকুড়ার সানবাঁধা এলাকায় ৷ বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, মা বিড়ি বাঁধেন ৷ এইভাবেই কোনওরকমে সংসার চলে ৷ পাঁচজন গৃহশিক্ষক, স্কুল শিক্ষকদের সাহায্য আর নিজের অধ্যবসায় (HS Result 2022) ৷ সাফল্য ধরা দিয়েছে এতেই ৷ অভাবী ছাত্রকে বিনা বেতনে পড়িয়েছেন পাঁচ গৃহশিক্ষক ৷ এত অভাব সত্ত্বেও বাবা-মা কখনও তা বুঝতে দেননি ৷ তাই এই সাফল্য বাবা-মা আর শিক্ষকদের উৎসর্গ করতে চান বাঁকুড়ার কৃতী সোমনাথ ৷ ভূগোল নিয়ে পড়ে ভবিষ্যতে শিক্ষক হতে চান তিনি ৷ সোমনাথের এহেন সাফল্যে তাঁর পরিবার থেকে গ্রাম তথা জেলা সকলেই গর্বিত ৷
Last Updated : Jun 10, 2022, 2:32 PM IST