Land Dispute in Durgapur : জমি নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন, গ্রেফতার 2 মহিলা-সহ 6

By

Published : May 23, 2022, 1:45 PM IST

thumbnail

দাদার এবং ভাইঝির পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ আসগর আলির । এই বিবাদের জেরেই খুন হতে হল তাঁকে ৷ রবিবার বিকেলে মাংসর দোকানের জন্য ইঁট নিতে আসে পেশায় মাংস বিক্রেতা ভাই আসগর আলি ৷ তখনই দাদা সৈকত আলি এবং তাঁর জামাই শেখ নাসিমুদ্দিনের পরিবারের সঙ্গে শুরু হয় বচসা, যা হাতাহাতি পর্যায়ে পৌঁছয় । তখনই ইঁট ছুড়ে আসগর আলিকে (55) মারার অভিযোগ দাদা এবং ভাইঝির পরিবারের বিরুদ্ধে । আশঙ্কাজনক অবস্থায় আসগর আলিকে পুরশা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ । মৃত আসগর আলির পরিবারের অভিযোগের ভিত্তিতে দাদা সৈকত আলি ও নাসিমদ্দিন-সহ 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Land Dispute in Durgapur) ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.