SFI Agitation: সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগের দাবিতে বিক্ষোভ এসএফআই'য়ের - উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের
🎬 Watch Now: Feature Video
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের গ্রেফতারির পরই তাঁর পদত্যাগের দাবি তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে সামিল হল বাম ছাত্র সংগঠন (SFI Agitation)। বুধবার এসএফআইয়ের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এদিন বিক্ষোভকারীরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের গেটেই আটকে দেয় পুলিশ । এরপরে গেটের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু এসএফআই কর্মী-সমর্থকরা । অন্যদিকে বাম ছাত্র সংগঠনের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে (North Bengal University) । এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, "গ্রেফতারির পরও এখনও তাঁকে উপাচার্য পদ থেকে সরানো হয়নি । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে ।"