Kanksa Bus Accident: কাঁকসায় দুর্ঘটনার কবলে বাস, আহত 15 যাত্রী - বাস দুর্ঘটনার জেরে আহত 15জন যাত্রী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 8, 2022, 5:05 PM IST

কাঁকসার রাজবাঁধচটি এলাকায় দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস(several injured due to bus accident in kanksa durgapur)। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ দু'নম্বর জাতীয় সড়কে আরামবাগ থেকে বরাকরগামী একটি বাস অত্যন্ত দ্রুতগতিতে একটি লরিকে অতিক্রম করার সময় দুর্গাপুরগামী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলারের পিছনে ধাক্কা মারে । বাসে প্রায় 30 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে । এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ(Kanksa Bus Accident)। বাসের চালক ও খালাসি পলাতক । ট্রলারটিকে আটক করতে না-পারলেও দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ । দুর্ঘটনার জেরে দু'নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে । পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.