Durga Puja 2022: কর্তব্যের মাঝে প্রবীণদের নিয়ে প্রতিমা দর্শনে ধূপগুড়ির আইসি - ধূপগুড়ি থানার আইসি
🎬 Watch Now: Feature Video
বাবা, মায়ের সঙ্গে পুজোর আনন্দ উপভোগ করার অনুভূতি মিলল। মহাসপ্তমীর (Durga Puja) দুপুরে ধূপগুড়ি শহর এবং গ্রামাঞ্চলের প্রবীণ নাগরিকদের নিয়ে প্রতিমা এবং পুজো দর্শনে বেরিয়ে এই অনুভূতির কথা জানালেন ধূপগুড়ি থানার আইসি (IC of Dhupguri) সুজয় তুঙ্গা। পুজোর মরশুমে ঢাকের আওয়াজ শুরুর সঙ্গেই বেড়েছে কর্তব্যের, ছুটি বাতিল করে পুলিশ বাহিনী রাস্তার মোড়ে আবার কোথাও মণ্ডপে ডিউটিতে দাঁড়িয়ে। তবে পরিবার রয়েছে তাদেরও। সে কথা কর্তব্যের মাঝে প্রায় ভুলতে বসেছিলেন পুলিশ আধিকারিকরা ৷ কিন্তু ধূপগুড়ি থানার পুলিশের উদ্যোগ পরিবারের আবেগকে ফিরিয়ে আনল। রবিবার মহাসপ্তমীর বিকেলে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকেরা প্রবীণ নাগরিকদের নিয়ে প্রতিমা দর্শনে বের হয়। একটি বাসে প্রায় 25-30 জন প্রবীণ মহিলা ও পুরুষদের নিয়ে ধূপগুড়ির বিভিন্ন মণ্ডপে ঘুরে বেড়ালেন তাঁরা।